মেদিনীপুর: মাঝে আর একটা সপ্তাহ। ২৭ মার্চ থেকে শুরু রাজ্যে বিধানসভা ভোট (Bengal Assembly Election 2021)। শেষবেলার প্রচারে ঝাঁপিয়ে পড়েছে ডান-বাম সকলেই। বাংলায় একের পর এক সভা করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। শনিবারই ফের রাজ্য সফরে নরেন্দ্র মোদী। এ দিন মেদিনীপুরের খড়গপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন তিনি।
এ দিন সকাল ১১টা নাগাদ খড়গপুর বিএনআর ময়দানে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার পৌঁছবে। হেলিপ্যাডের পাশেই তৈরি হয়েছে সভামঞ্চ। দু’টি মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকার কথা মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়র। পাশের মঞ্চে দলের প্রথম সারির নেতৃত্ব থাকার সম্ভাবনা। সভায় থাকতে পারেন পশ্চিম মেদিনীপুরের ১৫টি বিধানসভার বিজেপি প্রার্থীরা।
২০১৬ সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ। রাজ্যজুড়ে তখন ঘাসফুলের ঝড় চলছে। তার মধ্যেও খড়গপুর নিজেদের দখলে পায় বিজেপি। জয়ী হন দিলীপ ঘোষ। এরপর ২০১৯ সালের লোকসভা ভোটে মেদিনীপুর থেকে লড়ে সাংসদ হন তিনি। এর পর উপনির্বাচনে খড়গপুর সদর দখলে পায় তৃণমূল।
BJP winning in West Bengal would mark the start of a new era of development in the state. At the same time, bullying by TMC cadres will stop.
Sharing highlights from Purulia. pic.twitter.com/SbktUAeYat
— Narendra Modi (@narendramodi) March 19, 2021
আরও পড়ুন: সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল শতাব্দী এক্সপ্রেসের কামরা
সেই খড়গপুর সদরে এবার বিজেপির বাজি তারকা মুখ হিরণ। তাঁকে জেতাতে মরিয়া রাজ্য ও কেন্দ্র নেতৃত্ব। এর আগে হিরণের হয়ে রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বার তাঁর সমর্থনে প্রচারে নরেন্দ্র মোদী। খড়গপুরে সুপার শনিবারে কী বার্তা দেন নমো, নজর সেদিকেই।
বাংলায় আসার আগে শুক্রবারই টুইটারে নরেন্দ্র মোদী লেখেন, ‘বাংলায় বিজেপির জয় রাজ্যে এক নয়া উন্নয়নের যুগের সূচনা করবে। একইসঙ্গে তৃণমূলের ক্যাডারদের দাদাগিরি বন্ধ হবে।’ খড়গপুর সদর আসনটি ধরে রাখতে বিজেপি যে কতটা মরিয়া, একের এক হেভিওয়েট-প্রচারের ঝড় তা বুঝিয়ে দিচ্ছে।