সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল শতাব্দী এক্সপ্রেসের কামরা

দীর্ঘ সময় গাজিয়াবাদ (Fire in Shatabdi Express ) স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়।

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল শতাব্দী এক্সপ্রেসের কামরা
শনিবার সকালে আগুন লাগে ট্রেনে।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2021 | 11:47 AM

গাজিয়াবাদ: শতাব্দী এক্সপ্রেসে আগুন। গাজিয়াবাদ স্টেশনে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দিল্লি থেকে লখনউ যাচ্ছিল এই ট্রেন। শনিবার ৬টা ৪৫ নাগাদ এই আগুন লাগে। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করেন যাত্রীরা। ট্রেন গাজিয়াবাদ স্টেশনে দাঁড় করিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল কর্মীরা। রেলের আধিকারিকরা জানান, পণ্যবাহী কামরায় এই আগুন লাগে। এর জেরে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ক্ষতিগ্রস্ত বগিটি বাদ দিয়েই ফের যাত্রা শুরু করে জন শতাব্দী। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

যদিও কী ভাবে এই আগুন লাগল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দমকলের অনুমান, কামরার পিছনে জেনারেটর থেকে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার আসল কারণের খোঁজ চলছে।

গত সপ্তাহেই দিল্লি থেকে দেহরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসে আগুন লাগে। উত্তরাখণ্ডের কাঁসরোয়ের কাছে আচমকাই ট্রেনের C-4 কামরায় আগুন লেগে যায়। সেই সময় ওই কামরায় উপস্থিত ছিলেন ৩৫ জন যাত্রী। তবে সকলকেই নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।