AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election 2023: লাখ লাখ টাকায় তৃণমূলের প্রার্থীপদ বিক্রির অভিযোগ, রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষুব্ধদের

TMC in Malda: এবার টাকার বিনিময়ে প্রার্থী পদ বিক্রির অভিযোগ। সেই নিয়ে তুলকালাম মালদার হরিশচন্দ্রপুর-২ ব্লক। অভিযোগ, লাখ লাখ টাকার বিনিময়ে প্রার্থী পদ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। তার প্রতিবাদে বুধবার সন্ধেয় রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের।

Panchayat Election 2023: লাখ লাখ টাকায় তৃণমূলের প্রার্থীপদ বিক্রির অভিযোগ, রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষুব্ধদের
বিক্ষুব্ধ তৃণমূলীদের পথ অবরোধ
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 11:59 PM
Share

মালদা: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে থেকেই শাসক দলের শীর্ষ নেতৃত্ব কড়া হুঁশিয়ারি দিয়ে এসেছে। এবারের ভোটে গোঁজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তারপরও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে গোঁজ নিয়ে অস্বস্তির কথা উঠে আসছে। আর এসবের মধ্যেই এবার টাকার বিনিময়ে প্রার্থী পদ বিক্রির অভিযোগ। সেই নিয়ে তুলকালাম মালদার হরিশচন্দ্রপুর-২ ব্লক। অভিযোগ, লাখ লাখ টাকার বিনিময়ে প্রার্থী পদ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। তার প্রতিবাদে বুধবার সন্ধেয় রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের। ঘটনাস্থল হরিশচন্দ্রপুর-২ ব্লকের অন্তর্গত বেজপুরা গ্রাম।

এক বিক্ষুব্ধ প্রার্থীর দাবি, তাঁকে প্রথমে বলা হয়েছিল প্রার্থী করার কথা। সেই মতো তিনি মনোনয়নও জমা দিয়েছিলেন। কিন্তু পরে তাঁর বদলে অন্য কাউকে প্রার্থী করা হয়। তাঁকে জানিয়ে দেওয়া হয়, তাঁর নামের থেকে দলের প্রতীক সরিয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনাতেই মোটা অঙ্কের টাকার লেনদেনের অভিযোগ উঠছে। বিক্ষুব্ধ ওই প্রার্থী ও তাঁর সমর্থকদের অভিযোগ, ২ লাখ টাকার বিনিময়ে প্রার্থী পদ বিক্রি করা হয়েছে। আর এই নিয়েই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের মুখে আবারও প্রশ্ন উঠে যাচ্ছে, শাসকের গোষ্ঠী কোন্দল নিয়ে। পঞ্চায়েতের ময়দানে এই বিক্ষুব্ধরা শাসকের অস্বস্তি বাড়িয়ে দেবে না তো? ভোট কাটাকুটির মঞ্চ তৈরি হবে না তো?

যদিও এই বিক্ষুব্ধ তৃণমূলীদের এই প্রতিবাদকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না শাসক দলের জেলা নেতৃত্ব। তৃণমূলের মালদা জেলা মুখপাত্র আশিস কুণ্ডুর সাফ বক্তব্য,  এদের বিরুদ্ধে আগেও দলবিরোধী কাজের অভিযোগ উঠেছিল। সেই কারণেই তাদের টিকিট দেওয়া হয়নি। দলের জেলা মুখপাত্রর স্পষ্ট কথা, ‘এখানে যাঁরা বিক্ষুব্ধ আছেন, তাঁরা আদৌ তৃণমূলের লোক কি না সন্দেহ। এরা চলে গেলেও, তাতে দলের কোনও ক্ষতি নেই।’