West Bengal Panchayat Elections 2023: সিপিএম-এর থেকে রং-তুলি নিয়ে কাস্তে হাতুড়ি পাশে লাল পদ্ম আঁকলেন ভারতী

West Bengal Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যাচ্ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। দাসপুর ১ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কলমিজোড় এলাকায় হঠাৎ গাড়ি থামাতে বলেন। গাড়ি চালকও তখনও বিষয়টি বুঝতে পারেননি। সেখানে তখন ভোটের দেওয়াল লিখনে ব্যস্ত ছিলেন সিপিআইএম কর্মীরা।

West Bengal Panchayat Elections 2023: সিপিএম-এর থেকে রং-তুলি নিয়ে কাস্তে হাতুড়ি পাশে লাল পদ্ম আঁকলেন ভারতী
দেওয়ালে কাস্তে হাতুড়ির পাশে পদ্মImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 4:51 PM

মেদিনীপুর: রাস্তা দিয়ে যাচ্ছিলেন গাড়িতে। জানালার কাচ থেকে দেখতে পেয়েছিলেন দেওয়ালে সিপিএম কর্মীরা দেওয়াল লিখছেন। ছবি আঁকছেন কাস্তে হাতুড়ির। গাড়ি থেকে নেমে আচমকাই ভারতী ঘোষ লাল কালিতেই এঁকে দিলেন পদ্ম। সামনে থেকে এত দাপুটে নেতাকে দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন সিপিএম কর্মী সমর্থকরা। সে সময়ে আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠতে পারেননি তাঁরা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই লাল কালির পদ্ম মুছে দিলেন। কাস্তে হাতুড়ি তারার পাশে, বিজেপি নেত্রীর আঁকা পদ্মফুল মুছে দিলেন বাম কর্মীরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

সিপিআইএমের কাস্তে হাতুড়ি দেওয়াল লেখার পাশে, প্রচারে বেরিয়ে, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, এঁকেছিলেন পদ্মফুল, আর সেই পদ্ম ফুল আঁকার পরেই শুরু হয়ে যায় চরম রাজনৈতিক তরজা। বুধবার সকালের এক সময়ের দাপুটে পুলিশ সুপার ভারতী ঘোষকে দেখে তখনকার মতো ইতঃস্তত বোধ করেছিলেন গ্রামের নিতান্ত সাধারণ সিপিএম কর্মীরা। তবে রাতেই বাম নেতা কর্মীরা বিজেপি নেত্রীর আঁকা পদ্মফুল মুছে দেন।

বাম নেতাদের দাবি, “আসলে ওটা পদ্মফুল না গোলাপ ফুল, বুঝতেই পারিনি।” তাঁদের বক্তব্য, যখন বিজেপি নেত্রী কাস্তে হাতুড়ির পাশে পদ্ম ফুল আঁকচ্ছিলেন, তখন অনেক জমায়েত ছিল, তাই কিছুটা হলেও ঘাবড়ে গিয়েছিলেন ওই বাম কর্মী।

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যাচ্ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। দাসপুর ১ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কলমিজোড় এলাকায় হঠাৎ গাড়ি থামাতে বলেন। গাড়ি চালকও তখনও বিষয়টি বুঝতে পারেননি। সেখানে তখন ভোটের দেওয়াল লিখনে ব্যস্ত ছিলেন সিপিআইএম কর্মীরা। গাড়ি থেকে নেমে সটান তিনি চলে যান তাঁদের কাছে। তাঁদের হাত থেকেই রঙ তুলি নিয়ে চুন দেওয়া দেওয়ালে পদ্মফুল এঁকে দেন।

ভারতী ঘোষের বক্তব্য, “সিপিএমের দেওয়াল বলে কিছু নেই। এটা মানুষের দেওয়াল। মানুষ যাকে ভাল বুঝবেন, তাকেই ভোট দেবেন।” বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসে। যে কর্মীর হাত থেকে ভারতী ঘোষ রঙ তুলি চেয়ে নিয়েছিলেন, সেই কর্মী শেখ লিয়াকত আলি বুধবার রাতেই কাস্তে হাতুড়ির পাশে ভারতী দেবীর হাতে আঁকা সেই পদ্ম মুছে দেন। তাঁর স্পষ্ট বক্তব্য, তাঁদের লড়াই শুধু তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে নয় কেন্দ্রের বিজেপির দুর্নীতির বিরুদ্ধেও। এই বিজেপি আর তৃণমূল আসলে একই। তাঁর বক্তব্য, “সৌজন্যের খাতিরে রঙ তুলি চেয়েছেন আমিও দিয়েছিলাম। কিন্তু পরে বাড়ি গিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে দেখি ওঁ বামদের বিরুদ্ধে সুর চড়িয়ে আদতে বিজেপির প্রচার চাইছেন বলছেন যৌথ লড়াইয়ের কথা। এই কেন্দ্রে আমাদের প্রার্থী আলাদা, আর বিজেপিরও আলাদা প্রার্থী।”

ওই দেওয়ালটিতে লেখার জন্য দলের তরফ থেকে বাড়িমালিকের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। তাঁর বক্তব্য কাস্তে হাতুড়ির পাশে কোনওভাবেই পদ্ম ফুল থাকবে না।