Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Panchayat Elections 2023: সুপ্রিম কোর্টে যেতে পারে কমিশন, আশঙ্কা করেই ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

West Bengal Panchayat Elections 2023: আগাম আশঙ্কা থেকে শুভেন্দু অধিকারী তার আগেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ক্যাভিয়েট দাখিল করেন। তাঁর বক্তব্য, যদি কমিশন সুপ্রিম কোর্টে গিয়েও থাকে, তাহলে যেন বিরোধীদের কথা না শুনে, কেবল এক পক্ষের কথা শুনেই বিবেচনা করে সিদ্ধান্ত না নেন বিচারপতি।

West Bengal Panchayat Elections 2023: সুপ্রিম কোর্টে যেতে পারে কমিশন, আশঙ্কা করেই ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর
শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 11:24 AM

কলকাতা: ফের সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হাইকোর্টের বাহিনীর নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টে যেতে পারে কমিশন। তা আঁচ করে আগেভাগেই ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু। বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ভোটের জন্য ন্যূনতম ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছিল। বিরোধীদের তরফ থেকে মনে করা হচ্ছে, এই রায়ের বিরুদ্ধে আরও একবার সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে রাজ্য ও রাজ্যের নির্বাচন কমিশন।

আগাম আশঙ্কা থেকে শুভেন্দু অধিকারী তার আগেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ক্যাভিয়েট দাখিল করেন। তাঁর বক্তব্য, যদি কমিশন সুপ্রিম কোর্টে গিয়েও থাকে, তাহলে যেন বিরোধীদের কথা না শুনে, কেবল এক পক্ষের কথা শুনেই বিবেচনা করে সিদ্ধান্ত না নেন বিচারপতি। ক্যাভিয়েট দাখিল করার অর্থ, সুপ্রিম কোর্টকে শুভেন্দু অধিকারীর বক্তব্যও শুনতে হবে।

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ পালন করা হয়নি বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন বিরোধীরা। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীরা। বুধবার পঞ্চায়েত নির্বাচনে হিংসা-অশান্তি রুখতে কমিশনের ভূমিকা নিয়ে কার্যত তিরস্কার করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এমনকি বিচারপতি এও মন্তব্য করেন, ‘দায়িত্ব সামলাতে না পারলে কমিশনার পদ থেকে সরে যান।’ বিষয়টি সাম্প্রতিককালের রাজনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যেখানে বিরোধীরা প্রথম থেকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিলেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য ও কমিশন। বিচারপতি নাগারত্নার ডিভিশন বেঞ্চ বাহিনী ইস্যুতে হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখে। সূত্রের খবর, এবার এই ইস্যুতে কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে।