AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vikrant Massey: রুপোলি পর্দাকে চিরতরে বিদায়, জীবনের বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিক্রান্ত মাসি

Vikrant Massey Retirement: বিক্রান্তের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই মন ভেঙেছে ভক্ত-অনুরাগীদের। কমেন্ট সেকশন ভরে গিয়েছে একটাই প্রশ্নে, "কেন এটা করছো? তোমার মতো অভিনেতা খুব কমই রয়েছে। আমাদের ভাল সিনেমার প্রয়োজন"। কেউ আবার লিখেছেন, "আশা করছি এটা সত্যি নয়"।

Vikrant Massey: রুপোলি পর্দাকে চিরতরে বিদায়, জীবনের বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিক্রান্ত মাসি
বিক্রান্ত মাসি।Image Credit: PTI
| Updated on: Dec 02, 2024 | 10:20 AM
Share

মুম্বই: বছর শেষে এসে অনুরাগীদের এভাবে মন ভেঙে দেবেন, তা কল্পনাও করতে পারেননি কেউ। গত বছরের অন্যতম সেরা সিনেমা উপহার দিয়েছেন বিক্রান্ত মাসি। ‘টুয়েলভথ ফেল’-এ তাঁর অনবদ্য পারফরম্যান্স দেখে যেখানে মুগ্ধ সমগ্র দেশবাসী, প্রত্যাশা রেখেছিলেন আরও ভাল অভিনয় দেখার, সেই সব আশা ভেঙে চুরমার করে দিলেন বিক্রান্ত নিজেই। ঘোষণা করলেন, অভিনয় ছাড়ছেন তিনি। এবার এগিয়ে যেতে যান। কাঁধে তাঁর বড় দায়িত্ব…

১ ডিসেম্বর বিক্রান্ত মাসি সকলকে চমকে দিয়ে ঘোষণা করেন যে অভিনয়কে বিদায় জানাচ্ছেন তিনি। ইন্সটাগ্রাম পোস্টে লাখ লাখ অনুরাগীর মন ভেঙে দিয়ে লেখেন, “হ্যালো, বিগত কিছু বছর অনবদ্য ছিল। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু জীবনের পথে এগিয়ে আমি অনুভব করেছি যে সময় এসেছে ঘরে ফেরার। স্বামী হিসাবে, বাবা হিসাবে এবং একজন ছেলে হিসাবে। তাই আগামী ২০২৫ সালে শেষ একবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সকলকে সবকিছুর জন্য ধন্যবাদ। সকবের কাছে কৃতজ্ঞ থাকব আমি।”

বিক্রান্তের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই মন ভেঙেছে ভক্ত-অনুরাগীদের। কমেন্ট সেকশন ভরে গিয়েছে একটাই প্রশ্নে, “কেন এটা করছো? তোমার মতো অভিনেতা খুব কমই রয়েছে। আমাদের ভাল সিনেমার প্রয়োজন”। কেউ আবার লিখেছেন, “আশা করছি এটা সত্যি নয়”।

প্রসঙ্গত, গত বছরেই মুক্তি পায় বিক্রান্ত মাসির ‘টুয়েলভথ ফেল’। ব্যাপক সাফল্য পায় ওই সিনেমা। চলতি বছরে মুক্তি পায় তাঁর ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, সেই সিনেমাও ভাল সাফল্য পায়। সম্প্রতিই মুক্তি পাওয়া ‘দ্য সবরমতী রিপোর্ট’-এও বিক্রান্তের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও প্রশংসা করেছেন। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিক্রান্তের এই সিদ্ধান্তে কার্যত স্তম্ভিত সকলে।