আমিরের ছবি বয়কটের ডাক, কেন রোষের মুখে সুপারস্টার?
নেটিজেনদের একাংশ ছবির ট্রেলারটির প্রশংসাও করেছেন। তাঁদের মতে, ছবিটির কনসেপ্ট দর্শকদের মন ছুঁয়ে যাবে। ‘তারে জামিন পার’ ছবি যেমন একটি শিশু-কেন্দ্রিক গল্প বলেছিল, সিক্যুয়েল ‘সিতারে জামিন পর’-এও সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবার বিতর্কের কেন্দ্রে। কী এমন ঘটিয়ে বসলেন আমির? তাঁর নতুন ছবির ট্রেলারকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। সদ্য মুক্তি পেয়েছে ‘সিতারে জামিন পর’ ছবির অফিসিয়াল ট্রেলার। ২০০৭ সালের সুপারহিট ছবি ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল। এই ছবি নিয়ে অনুরাগীদের মনে প্রথম থেকেই উত্তেজনার পারত ছিল তুঙ্গে। কিন্তু ট্রেলার মুক্তির পরই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় বয়কট ট্রেন্ড।
সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্ক এবং সংঘর্ষ পরিস্থিতিতে অনেক তারকাকে ভারতীয় সেনার প্রতি সম্মান জানাতে দেখা গিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে আমির খানের নীরবতা ভালভাবে চোখে দেখছেন না অনেকেই। অনেকে মনে করছেন, দেশের এই সংকটের সময় জাতীয় ইস্যুতে চুপ থাকাই আমিরের বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। ট্রেলার মুক্তির পরই এক নেটিজেন লেখেন, “দেশ আগে, বলিউড পরে। যাঁরা দেশের জন্য একটা শব্দ বলেন না, তাঁদের ছবি আমরা দেখব না।”
অন্য একজন আমিরের তুরস্ক সফরের পুরনো ছবি পোস্ট করে লেখেন, “দেশের সেনার জন্য একটাও টুইট করেননি। যাতে পাকিস্তানি অনুরাগীদের আঘাত না করতে হয়, তা নিয়ে সবসময় সতর্ক। এদের কোনও সম্মান নেই।”
তবে সবটাই নেতিবাচক নয়। নেটিজেনদের একাংশ ছবির ট্রেলারটির প্রশংসাও করেছেন। তাঁদের মতে, ছবিটির কনসেপ্ট দর্শকদের মন ছুঁয়ে যাবে। ‘তারে জামিন পার’ ছবি যেমন একটি শিশু-কেন্দ্রিক গল্প বলেছিল, সিক্যুয়েল ‘সিতারে জামিন পর’-এও সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।
