AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার থেকে মোবাইল ফোন বন্ধ রাখবেন আমির খান! কেন জানেন?

মোবাইলে আর পাওয়া যাবে না আমির খানকে। এবার থেকে মোবাইল ফোন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পারফেকশানিস্ট। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

এবার থেকে মোবাইল ফোন বন্ধ রাখবেন আমির খান! কেন জানেন?
আমির খান
| Updated on: Feb 01, 2021 | 7:22 PM
Share

মোবাইলে আর পাওয়া যাবে না আমির খানকে। এবার থেকে মোবাইল ফোন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পারফেকশানিস্ট। যত দরকারই থাকুক,মোবাইল আর খুলবেন না তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? আজকের দিনে মোবাইল বন্ধ রাখা মানে তো সমস্ত পৃথিবীর থেকে নিজেকে বিচ্ছি্ন্ন করে নেওয়া। সভ্যতার থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। আমির খানের মত হাই প্রোফাইল সেলিব্রিটির পক্ষে দিনের পর দিন মোবাইল ফোন ব্যবহার নাকরে থাকা সম্ভব? এমন অসম্ভব সিদ্ধান্তে সত্যি কি অটল থাকা যায় তাঁর মত তারকার? কিন্তু এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মিঃ পারফেকশানিস্ট।

মোবাইল ফোনের প্রতি নাকি ‘অ্যাডিকটেড’ আমির খান! সারাক্ষণ মোবাইল ফোনে বুঁদ হয়ে থাকতেন পারফেকশানিস্ট। এতটাই বুঁদ হয়ে থাকতেন যে ব্যক্তিগত জীবন এবং কাজের জীবন দুইই বিঘ্নিত হচ্ছিল। ব্যালেন্স করতে পারছিলেন না ‘মঙ্গল পাণ্ডে’। মোবাইল ফোনের নেশা এতটাই পেয়ে বসেছিল তাঁকে, কিছুতেই নিজেকে সরিয়ে নিতে পারছিলেন না। কিন্তু পারফেকশানিস্টের জেদ অন্য রকম। অবশেষে সিদ্ধান্তটা উনি নিয়েই ফেললেন। ‘লাল সিং চাড্ডা’র রিলিজের আগে পর্যন্ত আমির খান নিজের মোবাইল ফোন বন্ধ রাখবেন। মোবাইল ফোনের নেশা থেকে মুক্তি পেতে চান তিনি।

View this post on Instagram

A post shared by Aamir Khan (@_aamirkhan)

কিন্তু মোবাইল যে যোগাযোগের সব থেকে বড় উপায়! খুব দরকার হলে কীভাবে পাওয়া যাবে আমিরকে? ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন যত দরকারই থাকুক আমির মোবাইল ফোন খুলবেন না। এবার থেকে সমস্ত কাজের খবর, প্রয়োজনীয় খবর, এমনকী ‘ইমার্জেন্সি’ থাকলেও তা আমিরের ম্যানেজারকেই জানাতে হবে। উনিই এবার থেকে সবকিছু সামলাবেন। এমনকী সোশ্যাল মিডিয়াতেও আর অ্যাক্টিভ থাকবেন না তিনি। একটা টিম তৈরি করেছেন আমির। এবার থেকে ওই টিমের মাধ্যমেই আমির খানের নাগাল মিলবে।

আরও পড়ুন :রণবীর সিং এবং আলিয়া ভাট আবার জুটি বাঁধছেন করণ জোহরের ছবিতে