‘কিং’ ছবিতে কাজের সুযোগ! শাহরুখকে নিয়ে কী বললেন অভয়?
'কিং' ছবি নিয়ে এখনই খুব বেশি তথ্য প্রকাশ্যে আনতে চাননি অভয়। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ছবিটি দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসতে চলেছে। এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। এছাড়াও ছবিতে রয়েছেন একাধিক পরিচিত মুখ।

অভিনয় জীবনে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন তরুণ অভিনেতা অভয় ভার্মা। ‘মুঞ্জিয়া’-র পর ‘কিং’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। তাঁর জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা হতে চলেছে আসন্ন ছবি ‘কিং’-এ কাজ করা। এই ছবিতেই প্রথমবার বলিউডের সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে কাজ করাক সুযোগ পেয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কিং’- এ কাজ করার বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। অভিনেতা শাহরুখ খান তাঁর কাছে শুধুই একজন অভিনেতা নন, বরং ছোটবেলা থেকে দেখা এক আদর্শ। তাই এমন একজন মানুষের সঙ্গে একই ছবিতে কাজ করার সুযোগ পাওয়াটাই তাঁর কাছে স্বপ্নের মতো।
অভয় জানান, ছবির কাজ শুরু হওয়ার আগে খুব বেশি চাহিদা ছিল না তাঁর। তিনি শুধু চেয়েছিলেন, শাহরুখ খান যেন অন্তত তাঁর নামটা জানেন। অভয়ের কথায়, “আমি শুধু চাইছিলাম, উনি যেন জানেন আমি কে। আমার কাছে সেটাই অনেক বড় ব্যাপার ছিল।”
তিনি আরও বলেন, প্রথম দিন সেটে ঢোকার সময় ভীষণ নার্ভাস ছিলেন। এত বড় তারকার সামনে দাঁড়ানো তাঁর জন্য মোটেই সহজ ছিল না। কিন্তু শাহরুখ খান যেভাবে সবার সঙ্গে কথা বলেন, তাতে সেই অস্বস্তি দ্রুত কেটে যায়। অভয়ের মতে, শাহরুখ খান এতটাই বিনয়ী, যে তাঁকে দেখে অভয়ের মনে হয়েছে তিনি কোনও বড় তারকা নন, বরং বহুদিনের পরিচিত কেউ।
শাহরুখ খানের এই ব্যবহারই তাঁকে সবচেয়ে বেশি অবাক করেছে বলে জানান অভয়। তাঁর কথায়, এত বড় জায়গায় পৌঁছেও একজন মানুষ কীভাবে এতটা সাধারণ থাকতে পারেন, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
‘কিং’ ছবি নিয়ে এখনই খুব বেশি তথ্য প্রকাশ্যে আনতে চাননি অভয়। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ছবিটি দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসতে চলেছে। এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। এছাড়াও ছবিতে রয়েছেন একাধিক পরিচিত মুখ।
অভয় ভার্মা মনে করেন, এই ছবি তাঁর অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে সাফল্য নিয়ে এখনই বেশি কিছু ভাবতে চানা অভয়। যাঁকে এতদিন পর্দায় দেখে বড় হয়েছেন, আজ তাঁর সঙ্গে একই ফ্রেমে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ খুশি অভয়।
