Divorce Rumors: বিচ্ছেদের জল্পনা! ‘মানসিক অশান্তিতে অভিষেক’, এ কোন খবর আসছে সামনে?
Bachchan Family: এই অবস্থায় কেমন আছে বচ্চন পরিবারের সদস্যরা? তাঁদের কি চোখে পড়ছে না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন নানা খবর? বিচ্ছেদের জল্পনা কি তাঁদের কান পর্যন্ত পৌঁচ্ছে যাচ্ছে না!
বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কের সমীকরণ। জুটির মধ্যে সম্পর্কে নাকি খুব একটা সুখকর নয়, গত কয়েকমাসে এমনই খবরে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। যেখানে একের পর এক বিচ্ছেদ জল্পনা জায়গা করে নিয়েছে চর্চায়। কখনও প্রকাশ্যে উঠে আসতে দেখা গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন একসঙ্গে না থাকার খবর, কখনও আবার তাঁদের অনুষ্ঠানে আলাদা আলাদা উপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন। যা নিয়ে বচ্চন পরিবারের কেউ মুখ না খুললেও নেটিজেনদের মুখ বন্ধ হওয়ার কোনও লক্ষ্যণই নেই। এই অবস্থায় কেমন আছে বচ্চন পরিবারের সদস্যরা? তাঁদের কি চোখে পড়ছে না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন নানা খবর? বিচ্ছেদের জল্পনা কি তাঁদের কান পর্যন্ত পৌঁচ্ছে যাচ্ছে না!
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বচ্চন পরিবারের এক ঘনিষ্টব্যক্তি। জানালেন পরিবারের অন্দরমহলের খবর। বলিউড লাইফকে দেওয়া এক বিবৃতি অনুযায়ী তিনি জানান, বিষয়টা মোটেও ভাল চোখে দেখছেন না জুনিয়ার বচ্চন। কোনও খবরই তাঁর চোখ এড়াচ্ছে না। তবে তিনি যেন বিষয়গুলোকে মেনে নিতে পারছেন না, তাঁদের সম্পর্ক নিয়ে এত আলোচনায় তিনি মানসিক অশান্তিতে ভুগছেন। কাজে প্রভাব পড়ছে। তিনি ব্যক্তিজীবনের খবর গোপনেই রাখতে পছন্দ করেন। ফলে এই নিয়ে খোলাখুলি আলোচনা তাঁর অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টা জুনিয়ার বচ্চনের জন্য মোটেও সুখকর হচ্ছে না বলেই দাবি করেন তিনি।
যদিও সম্পর্কের ক্ষেত্রে বচ্চন পরিবারের অন্দরমহলের কী পরিস্থিতি, তা নিয়ে মুখ খোলেননি তিনি। জানাননি, আদপে ঐশ্বর্য ও অভিষেক কোনও কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন কি না, তবে এটুকু তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই নিয়ে এত চর্চায় তিনি ভাল নেই। বিষয়টা মেনে নিতে সমস্যা হচ্ছে জুনিয়ার বচ্চনের।