সৃজিতের সেটে মাথায় ভেঙে পড়ে কাঁচ, বাবার খোঁজে হাসপাতালে ছুট আবিরের
Phalguni Chatterjee: সোমবারই ছবির প্রথম শুট ছিল। সেদিনই আচমকা কাঁচ ভেঙে পড়ে অভিনেতার মাথায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেতেোই বাবাকে দেখতে হাসপাতালে ছোটেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
সৃজিত চট্টোপাধ্যায়ের আগামী ছবির কাজ চলছে পুরোদমে। এবার সেই ছবির সেটেই ঘটল বড় অঘটন। সত্যি বলে সত্যি কিছু নেই ছবি শুট চলাকালীন ঘটে এই বিপত্তি। অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় শুটিং সেটেই আহত হয়ে পড়েন। বর্ষীয়ান অভিনেতাকে মুহূর্তে সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সোমবারই ছবির প্রথম শুট ছিল। সেদিনই আচমকা কাঁচ ভেঙে পড়ে অভিনেতার মাথায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেতেোই বাবাকে দেখতে হাসপাতালে ছোটেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
যদিও অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় শরীর স্বাস্থ্য নিয়ে যতটানা চিন্তিত, তার থেকেও বেশি চিন্তায় তিনি তাঁর শুট নিয়ে। কারণ সূত্রের খবর যে সিক্যুয়েন্সের শুট চলছিল, লেখানে দাঁড়িয়ে মোটেও তাঁকে ছাড়া তা সম্পূর্ণ করা সম্ভবপর নয়। তাই তিনি দ্রুত সেটে ফিরতে মরিয়া। যদিও ডাক্তার তাঁকে কয়েকদিনের বিশ্রামের পরামর্শ দিয়েছে। হাঁটুতে পড়েছে দুটো সেলাই, পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু নিষেধাজ্ঞা। যা এখন মেনে চলতে হবে তাঁকে। বাবাকে নিয়ে বাড়িতে ফিরিছেন আবির।
তবে চিন্তার কোনও কারণ নেই, অভিনেতা ভালই আছেন। চোট সারতে কয়েকটা দিন সময় লাগবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে রয়েছে টলিপাড়ার একগুচ্ছ স্টার। কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায় ,সৌরসেনী মৈত্ররা প্রমুখদের দেখা যাবে এই ছবিতে।