‘…অনেক বুড়ো’, ১৬ বছরের ছোট স্ত্রীর জন্মদিনে তাঁকে এমন কথা বলে বাক্যহারা করলেন আরবাজ়

Arbaaz-Shura: তাঁর স্বামী আরবাজ়ের পোস্ট বাক্যহারা হয়ে দিয়েছে সুরাকে। কিন্তু এই প্রথম নয়। বারবারই প্রেমে পড়েছেন আরবাজ়। প্রথমে বিয়ে করেছিলেন অভিনেত্রী মালাইকা আরোরাকে। কিন্তু সেই প্রেমে টেকেনি শেষমেশ। এখন সুরার মধ্যেই জীবনের সঙ্গীকে খুঁজে পেয়েছেন আরবাজ়।

'...অনেক বুড়ো', ১৬ বছরের ছোট স্ত্রীর জন্মদিনে তাঁকে এমন কথা বলে বাক্যহারা করলেন আরবাজ়
আরবাজ়-সুরা।
Follow Us:
| Updated on: Jan 18, 2024 | 3:30 PM

ঘরোয়া অনুষ্ঠানে বলিউডের নামী মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেছেন সলমন খানের ছোট ভাই অভিনেতা আরবাজ় খান। সেই বিয়েতে বলিউডের অনেকেই আমন্ত্রিত ছিলেন। সুরা-আরবাজ়কে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁরা। বিয়ের পর সুরার প্রথম জন্মদিনে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন আরবাজ়।

নিজের চেয়ে ১৬ বছরের ছোট সুরাকে বিয়ে করেছেন আরবাজ়। অসম বয়সের প্রেম এখন খুব একটা বড় বিষয় নয়। ভালবাসাটাই আসল। ৫৭ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে রসায়ন তাঁর নজর কাড়া। ৪২ বছর বয়সে পা দিয়েছেন সুরা। তাঁর সঙ্গে আদরে মাখা ছবি শেয়ার করে আরবাজ় লিখেছেন, “আমার ভালবাসা সুরা তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। তোমার মতো করে কেউ আমার মুখে হাসি ফোটাতে পারে না। তুমি আমার জীবন প্রজ্জ্বলিত করো। তোমার সঙ্গে বুড়ো হতে চাই আমি।” তারপর স্ত্রীর সঙ্গে নিজের বয়সের ব্যবধান নিয়ে নিজেই মস্করা করেছেন আরবাজ়। লিখেছেন, “আসলে অনেক বুড়ো হয়ে যাব তখন। এই ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আমাকে এক করে দিয়েছে। আমার জীবনের সেটা ঘটনা এটাই ঘটে গিয়েছে। প্রথম ডেট থেকেই জানতাম তোমার সঙ্গেই আমি আমার বাকি জীবনটা কাটাব। তোমার সৌন্দর্য এবং দয়া দিয়ে আমাকে তুমি মুগ্ধ করো। তোমাকে ‘কুবুল হ্যায়’ বলাকে আমি সেরা বাক্য হিসেবে গণ্য করি। তোমাকে আমি খুবই ভালবাসি।”

এই পোস্টে বাক্যহারা হয়ে গিয়েছেন সুরা। কিন্তু এই প্রথম নয়। বারবারই প্রেমে পড়েছেন আরবাজ়। প্রথমে বিয়ে করেছিলেন অভিনেত্রী মালাইকা আরোরাকে। কিন্তু সেই প্রেমে টেকেনি শেষমেশ। এখন সুরার মধ্যেই জীবনের সঙ্গীকে খুঁজে পেয়েছেন আরবাজ়।