AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শ্রাবন্তীই আমার জীবনের গডমাদার…’ কোন রূঢ় সত্য সামনে আনলেন বিশ্বনাথ?

সিনেমায় অভিনয়ের জন্য বাড়ি থেকেও পালিয়ে ছিলেন বিশ্বনাথ। কলকাতায় তাঁর লম্বা স্ট্রাগল পিরিয়ড। টলিউডে শক্ত জমি খুঁজে পেতে বিশ্বনাথ বসুর লড়াইটা খুব একটা সহজ ছিল না।

'শ্রাবন্তীই আমার জীবনের গডমাদার...' কোন রূঢ় সত্য সামনে আনলেন বিশ্বনাথ?
Image Credit: Instagram
| Updated on: Jun 25, 2025 | 4:42 PM
Share

বসিরহাটের বর্ধিষ্ণু গ্রাম আড়বেলিয়াতেই ছোটবেলা কেটেছে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসুর। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর ছিল অগাধ আগ্রহ। স্কুল, কলেজে বা পাড়ার অনুষ্ঠানে নাটকও করেছেন তিনি। কিন্তু সিনেমায় আসার ইচ্ছা মূলত মিঠুন চক্রবর্তীকে দেখেই। সিনেমায় অভিনয়ের জন্য বাড়ি থেকেও পালিয়ে ছিলেন বিশ্বনাথ। কলকাতায় তাঁর লম্বা স্ট্রাগল পিরিয়ড। টলিউডে শক্ত জমি খুঁজে পেতে বিশ্বনাথ বসুর লড়াইটা খুব একটা সহজ ছিল না। ধারাবাহিক থেকে রিয়্য়ালিটি শো, সবেতেই হাত পাকিয়েছেন বিশ্বনাথ। এমনকী, খুব কম পরিশ্রমেই সঞ্চালনা করেছেন নানা অনুষ্ঠানের। একটা সময় পকেটে মাত্র ১০ টাকা নিয়ে এক এনটিওয়ান স্টুডিও থেকে ইন্দ্রপুরীতেও দৌঁড়েছেন।

তবে বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে, ঠিক তেমনিই ঘটেছে বিশ্বনাথ বসুর সঙ্গে। আজ যে বিশ্বনাথ বসু, সিনেমা, অনুষ্ঠানের জন্য আমেরিকা, কানাডা উড়ে বেড়াচ্ছেন, সেই বিশ্বনাথকে প্রথম বড় সুযোগ এনে দেন টলিউডের এক বিখ্য়াত নায়িকা। তাঁর রেফারেন্সেই বড় ছবির অফার পান বিশ্বনাথ। হ্য়াঁ, সেই নায়িকা আর কেউ নন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যে ইন্ডাস্ট্রিতে এক ফোটা জমি ছাড়তে নারাজ অন্য অভিনেতা, অভিনেত্রীরা, সেই ইঁদুর দৌড়ের ইন্ডাস্ট্রিতেই বড় কাজের সুযোগ বিশ্বনাথের দিকে এগিয়ে দিয়েছিলেন শ্রাবন্তী।

সম্প্রতি সোল কানেকশন পডকাস্টে হাজির হয়েছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু। কেরিয়ারের শুরুর দিকের কথা উঠতেই, বিশ্বনাথ স্পষ্ট বললেন, শ্রাবন্তীই আমার গডমাদার!

শ্রাবন্তী তখন পরিচালক রাজীব বিশ্বাসের স্ত্রী। অভিনয়ের পাশাপাশি রাজীবের ছবির সহ পরিচালকও। চর্চিত দেবযানী বণিক হত্য়াকাণ্ড নিয়ে একটি কাজ হচ্ছিল। সেটার জন্য যখন কাস্টিং হচ্ছে, তখন শ্রাবন্তীই বিশ্বনাথের ছবি এগিয়ে দিয়েছিল রাজীবের সামনে। আর বলেছিলেন, এই দাদা আমাদের সঙ্গে কাজ করেছে, দারুণ অভিনেতা। ইতিমধ্যে ‘পূর্ব-পশ্চিম’ ছবি থেকে জনপ্রিয়তা লাভ করেছিলেন বিশ্বনাথ। সেই রেফারেন্স থেকেই শ্রাবন্তী বিশ্বনাথকে রেফার করেন। শ্রাবন্তী যে ঠিক মানুষকে রেফার করেছেন, তা প্রমাণ পায় বিশ্বনাথের দুরন্ত অভিনয়ে। তারপর বিশ্বনাথের জীবনের মোড় ঘুরিয়ে দেয় রিয়্যালিটি শো ধ্যাততেরিকা। রাতারাতিই সবার ড্রয়িং রুমে পৌঁছে যান তিনি। তবে জনপ্রিয়তার শীর্ষে থেকে বিশ্বনাথ আজও মনে রেখেছেন, তাঁর জীবনের অগ্রগতির নেপথ্যে থাকা মানুষদের। যার মধ্যে অন্য়তম শ্রাবন্তী, বিশ্বনাথের গডমাদার।