Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্বামী-বাবা-শ্বশুরে ‘না’, লাল শাড়ি-সিঁদুরে বৃহন্নলা বাঙালি অভিনেতা, চিনতে পারছেন?

Kaushik Chakraborty: চিরটাকালই বাবা-স্বামী-শ্বশুরের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার এই অভিনেতা। তাঁকে ইদানিং একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে। তাঁকে সাজতে বলা হয়েছে বৃহন্নলা। বিষয়টা কতখানি চ্যালেঞ্জিং জানেন?

স্বামী-বাবা-শ্বশুরে 'না', লাল শাড়ি-সিঁদুরে বৃহন্নলা বাঙালি অভিনেতা, চিনতে পারছেন?
কৌশিক চক্রবর্তী।
Follow Us:
| Updated on: Mar 19, 2024 | 3:12 PM

কখনও কর্পোরেট স্বামী, কখনও রক্ষণশীল পিতা, অভিনেতা কৌশিক চক্রবর্তীকে নানা ভূমিকায় দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায়। কিন্তু এবার তাঁকে যে চরিত্রে দেখা গেল, তা যেন ভোলারই নয়। এ যেন কৌশিকের কাছে এক চ্যালেঞ্জ। স্বামী-পিতা-শ্বশুরের চরিত্রে নয়। কৌশিক পরেছেন শাড়ি। এক বৃহন্নলার বেশে তিনি ধরা দিয়েছেন।

পরনে লাল শাড়ি, একমাথা লম্বা চুল, সিঁথিতে চওড়া করে সিঁদুর, রক্তচক্ষু–ভয়াল রূপে ধরা দিলেন কৌশিক। তাঁর এই চেহারার নেপথ্যে রয়েছে এক ধারাবাহিক। সেই ধারাবাহিকের নাম ‘অষ্টমী’। আলপোনা ঘেরা দালানে দু’হাত ছড়িয়ে হাহাকার করতে দেখা যায় তাঁকে।

জ়ি বাংলায় সম্প্রচারিত ‘সোনার সংসার’ অ্যাওয়ার্ড শো-এ ঝলক মিলেছে অষ্টমীর। সেখানেই প্রথম নজরে আসে কৌশিকের এই রূপ। এই ধারাবাহিকটি একটি একান্নবর্তী পরিবারের গল্প। সাবেকি পরিবারের কাহিনি। ‘শ্রীময়ী’, ‘এক্কা দোক্কা’র পর থিয়েটার অভিনেতা সপ্তর্ষি মৌলিককে দেখা যায় তাতে। তিনিই এই গল্পের নায়ক। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে কাস্ট করা হয়েছে ‘নায়িকা নম্বর ১’ ধারাবাহিকের অভিনেত্রী ঋতব্রতা দে-কে। এই নির্দিষ্ট চ্যানেলটিতে পালা করে শুরু হয়েছে নতুন-নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই শুরু হয়েছে ‘যোগমায়া’।