Rachana Bandyopadhaya: দুর্গাপুজোয় এবার নতুন ভূমিকায় রচনা

ড়পর্দার নায়িকা থেকে রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় দিদি। প্রতিটা সময় দর্শকদের সামনে নানা ভাবে ধরা দিয়েছেন নায়িকা। ভক্তদের ভালবাসায় পরিপূর্ণ অভিনেত্রীর ঝুলি।

বাতাসে পুজো পুজো গন্ধ। মায়ের অপেক্ষায় দিন গুনছে শহরবাসী। আর  এই বছরের পুজোটা তো ভীষণই স্পেশ্যাল রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে । বড়পর্দার নায়িকা থেকে রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় দিদি। প্রতিটা সময় দর্শকদের সামনে নানা ভাবে ধরা দিয়েছেন নায়িকা। ভক্তদের ভালবাসায় পরিপূর্ণ অভিনেত্রীর ঝুলি। তবে এই বছর সম্পূর্ণ নতুন রূপে ধরা দিলেন নায়িকা। শুরু করলেন নতুন যাত্রা। শুরু করলেন  নতুন ব্যবসা। নাম ‘রচনার ক্রিয়েশন।’  যেখানে রয়েছে নানা ধরনের শাড়ি থেকে গয়না। নায়িকার নতুন ব্যবসা মানে যদি ভাবেন খুব এক্সপেনসিভ। না তা কিন্তু একদমই নয়। সবার জন্যই রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের শাড়ি। তাই এই বছরে পুজোতে ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী। তবে এই বছর কি শুধুই ব্যবসা নিয়ে মেতে থাকবেন অভিনেত্রী? দুর্গাপুজোয় কী প্ল্যান রচনা বন্দ্যোপাধ্যায়ের? TV9 বাংলার পর্দায় পুজোর আড্ডায় একান্তভাবে ধরা দিলেন অভিনেত্রী।

Click on your DTH Provider to Add TV9 Bangla