AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আচমকা গাড়িতে ধাক্কা! ছিটকে গেলেন নোরা ফতেহি, ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কেমন আছেন অভিনেত্রী?

দুমড়ে-মুচড়ে যায় তাঁর গাড়ির একটি অংশ। ঘটনায় নোরা আহত হলেও মনের জোরেই কয়েক ঘণ্টা পর পূর্বনির্ধারিত একটি কনসার্টে পারফর্ম করেন তিনি। তবে শারীরিক আঘাতের চেয়েও এই ঘটনা নোরাকে মানসিকভাবে বেশি নাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল।

আচমকা গাড়িতে ধাক্কা! ছিটকে গেলেন নোরা ফতেহি, ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কেমন আছেন অভিনেত্রী?
| Updated on: Dec 22, 2025 | 3:10 PM
Share

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। শনিবার দুপুরে মুম্বইয়ের রাস্তায় একটি মদ্যপ চালকের গাড়ি সজোরে ধাক্কা মারে অভিনেত্রীর গাড়িতে। দুমড়ে-মুচড়ে যায় তাঁর গাড়ির একটি অংশ। ঘটনায় নোরা আহত হলেও মনের জোরেই কয়েক ঘণ্টা পর পূর্বনির্ধারিত একটি কনসার্টে পারফর্ম করেন তিনি। তবে শারীরিক আঘাতের চেয়েও এই ঘটনা নোরাকে মানসিকভাবে বেশি নাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল।

মুম্বই পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই নোরাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে স্থিতিশীল বলে ঘোষণা করেন। নিজের শারীরিক অবস্থা নিয়ে নোরা পরে সোশ্যাল মিডিয়ায় জানান, “আমি বেঁচে আছি এবং ভালো আছি। সামান্য কিছু চোট, ফোলা ভাব এবং মাথায় হালকা আঘাত ছাড়া আমি ঠিক আছি। বড় কিছু ঘটতে পারত, কিন্তু আমি কৃতজ্ঞ যে রক্ষা পেয়েছি।”

তদন্তে নেমে মুম্বই পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ঘটনার সময় চালক মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশের কথায়, “অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে।”

হাসপাতাল থেকে ফিরে ওই দিন সন্ধ্যায় ডিজে ডেভিড গেটার কনসার্টে স্টেজ মাতান নোরা। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর আক্ষেপ ঝরে পড়ে। অভিনেত্রী লেখেন, “আমি মদ বা ড্রাগস একেবারেই পছন্দ করি না। কাউকে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানোর অনুরোধ করছি। এখন ২০২৫ সাল, এই সময়ে দাঁড়িয়েও যে মদ্যপান করে গাড়ি চালানো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, সেটা ভাবলে অবাক লাগে।” অল্পের জন্য বড় বিপদ এড়ানোয় নোরার ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ করছে।