কাজ নেই, অস্ত্রোপচার আটকে! ‘শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকের অভিনেতা সুনীল নগরের আর্থিক দুর্দশা চরমে

স্বরলিপি ভট্টাচার্য |

May 01, 2021 | 7:06 PM

প্যানডেমিক পরিস্থিতিতে গত ১৭ মাস ধরে সুনীলের হাতে কোনও কাজ নেই। ফলে সংসার চালাতে নাভিশ্বাস উঠছে তাঁর।

কাজ নেই, অস্ত্রোপচার আটকে! ‘শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকের অভিনেতা সুনীল নগরের আর্থিক দুর্দশা চরমে
‘শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে ভীষ্মের ভূমিকায় সুনীল (বাঁদিকে)। অভিনেতা আসলে যেমন (ডানদিকে)।

Follow Us

‘শ্রীকৃষ্ণ’, ‘ওম নম শিবায়’, ‘মহাবলী হনুমান’, ‘কবুল হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। তিনি অর্থাৎ বর্ষীয়ান অভিনেতা (Actor) সুনীল নগর। ‘ফ্যান্টম’, ‘ইউ আর মাই জান’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। এ হেন অভিনেতা চরম আর্থিক দুর্দশায় রয়েছেন। প্যানডেমিক পরিস্থিতিতে গত ১৭ মাস ধরে সুনীলের হাতে কোনও কাজ নেই। ফলে সংসার চালাতে নাভিশ্বাস উঠছে তাঁর।

দাঁতের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন সুনীল। চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচার করা প্রয়োজন। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় সেই অস্ত্রোপচার করাতে পারছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন এই তথ্য।

সুনীলের কথায়, “আমার জমানো সব টাকা শেষ হয়ে গিয়েছে। ২০১৯-এর ডিসেম্বর থেকে আমার কোনও কাজ নেই। এতগুলো মাস সংসার চালাতে, বাড়িভাড়া দিতে গিয়ে সব জমানো টাকা শেষ। গত পাঁচ মাস ধরে বাড়ি ভাড়াও দিতে পারছি না। বাড়িওয়ালা খুবই ভাল। তিনি জানেন, কাজ শুরু হলেই আমি টাকা দিয়ে দেব। গত আট মাস ধরে দাঁতের সমস্যায় ভুগছি। টাকার অভাবে অস্ত্রোপচারও করতে পারছি না।”

আরও পড়ুন, কাজ নেই, রাস্তায় হাত পাতছেন শঙ্কর ঘোষাল! প্রকাশ্যে সাহায্যের আবেদন সব্যসাচীর

সুনীল জানিয়েছেন, দাঁতের অসহ্য যন্ত্রণায় ভুগছেন। কিন্তু অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ৭০ থেকে ৮০ হাজার টাকা। যা তাঁর পক্ষে কোনও ভাবেই জোগাড় করা সম্ভব নয়। এই মুহূর্তে কাজ করে যে সে টাকা জোগাড় করবেন, তেমন শারীরিক অবস্থাও তাঁর নয়। কাজ না থাকার সময়ই তিনি দৈনন্দিন খরচ কমিয়ে এনেছেন। কিন্তু তাতেও তাঁর সঞ্চয়ে এই মুহূর্তে এই পরিমাণ টাকা নেই।

সুনীলের কথায়, “১০ বছর আগে আমার স্ত্রীয়ের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদ হয়ে গিয়েছে। আমার ছেলের বয়স ১৮। ও এখন আর্থিক ভাবে কীভাবে সাহায্য করবে? আমার বাড়িও বিক্রি করে দিয়েছি ১০ বছর আগেই। তখন আর্থিক কষ্ট ছিল না। কিন্তু এখন নিজের বাড়িও নেই। ভাড়া করা ফ্ল্যাটে থাকি।”

১৯৯৯ থেকে সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য সুনীল। তিনি নিজের সমস্যার কথা এই প্রতিষ্ঠানকে জানিয়েছেন। প্রয়োজনীয় নথিও দিয়েছেন। ওই প্রতিষ্ঠানের তরফে তাঁকে সাহায্যের জন্য কোনও এনজিও-র সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, করোনা আক্রান্তদের জন্য হেল্প লাইন নম্বর চালু করলেন মিমি

দিন কয়েক আগে পেশায় কাস্টিং ডিরেক্টর এক বন্ধুকে নিজের পরিস্থিতির কথা জানিয়েছিলেন সুনীল। ওই ব্যক্তি সাহায্যের আবেদন জানিয়ে সুনীলের নাম, ছবি, ব্যাঙ্ক ডিটেলস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। “প্রথমে আমি ওর উপর রেগে গিয়েছিলাম। পরে বুঝতে পারি, ও কেন এটা করেছে। বেঙ্গালুরু থেকে এক ব্যক্তি আমাকে ৩০০০ টাকা পাঠিয়েছেন। আমি তাঁকে চিনি না। কিন্তু আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। এই ৩০০০ টাকাও এখন আমার কাছে অনেক”, বলেছেন সুনীল।

Next Article