AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আক্রান্তদের জন্য হেল্প লাইন নম্বর চালু করলেন মিমি

অভিনেত্রী ছাড়াও মিমির অন্য পরিচয় তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। সাংসদ। তাঁর নির্বাচনী এলাকায় করোনা আক্রান্তদের সাহায্যার্থে একটি হেল্প লাইন নম্বর চালু করলেন মিমি।

করোনা আক্রান্তদের জন্য হেল্প লাইন নম্বর চালু করলেন মিমি
মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Updated on: May 01, 2021 | 5:06 PM
Share

করোনার (covid 19) দ্বিতীয় ঢেউ সুনামির মতো আছড়ে পড়েছে। কোথাও হাসপাতালে বেড নেই। কোথাও নেই অক্সিজেন। কোথাও বা গৃহবন্দি করোনা আক্রান্তকে খাবার তৈরি করে দেওয়ার মতো কেউ নেই। এই পরিস্থিতিতে বহু মানুষ নিজের সাধ্যমতো এগিয়ে এসেছেন। কেউ প্রয়োজনীয় ফোন নম্বর জোগাড় করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। কেউ বা নিজের উদ্যোগেই রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন রোগীর বাড়ি। আবার কেউ বা ভ্যাকসিন নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সাধারণ মানুষকে বুঝিয়ে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে অনবরত সাহায্য করার চেষ্টা করছেন অভিনেত্রী (Actress) মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)।

অভিনেত্রী ছাড়াও মিমির অন্য পরিচয় তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। সাংসদ। তাঁর নির্বাচনী এলাকায় করোনা আক্রান্তদের সাহায্যার্থে একটি হেল্প লাইন নম্বর চালু করলেন মিমি। টেলিফোনে পরামর্শ দেওয়ার জন্য চিকিৎসকদেরও পাওয়া যাবে। এই তথ্য সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে শেয়ার করেছেন মিমি। তাঁর এলাকায় করোনা আক্রান্তদের জন্য বিশেষ হেল্প লাইন নম্বরটি হল, 7688012811।এই নম্বরটি ঠিক মতো কাজ করছে কি না, তা যাচাই করেছেন মিমি স্বয়ং।

View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

এই পরিস্থিতিতে আরও একটি প্রস্তাব এনেছেন মিমি। যে সমস্ত কলেজে সায়েন্স ল্যাবোরেটরি রয়েছে, সেখানকার অক্সিজেন সিলিন্ডার গুলি মুমূর্ষু রোগীদের জন্য ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি নাইট্রোজেন সিলিন্ডার খালি করে তা স্যানিটাইজ করে অক্সিজেন ভরে কাজ চালানো যায় কি না, তাও ভেবে দেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি নিজে এই কাজে এগিয়ে এসেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট সব মহলকেই অনুরোধ জানিয়েছেন।

View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

করোনা পরিস্থিতিতে একে অপরের পাশে থেকে লড়াইয়ের আর্জি জানিয়েছেন মিমি। বহু সাধারণ মানুষ নিজেরা যেভাবে উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন, তার প্রশংসা করেছেন তিনি। সকলে একসঙ্গে চেষ্টা করলে এই লড়াই জেতা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। যাদবপুর কেন্দ্রের মানুষ এ বার যে কোনও প্রয়োজনে ফোন করতে পারেন মিমির দেওয়ার নম্বরে।

আরও পড়ুন, কাজ নেই, রাস্তায় হাত পাতছেন শঙ্কর ঘোষাল! প্রকাশ্যে সাহায্যের আবেদন সব্যসাচীর