কাজ নেই, রাস্তায় হাত পাতছেন শঙ্কর ঘোষাল! প্রকাশ্যে সাহায্যের আবেদন সব্যসাচীর

দীর্ঘ সোশ্যাল পোস্টে শঙ্করের অসহায়তা, অসুবিধের কথা তুলে ধরেছেন সব্যসাচী। তিনি এবং তাঁর বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা যতটা সম্ভব সাহায্য করছেন শঙ্করকে। তবে আরও সাহায্যের প্রয়োজন।

কাজ নেই, রাস্তায় হাত পাতছেন শঙ্কর ঘোষাল! প্রকাশ্যে সাহায্যের আবেদন সব্যসাচীর
শঙ্কর ঘোষাল (বাঁদিকে), সব্যসাচী চৌধুরি (ডানদিকে)।
Follow Us:
| Updated on: May 01, 2021 | 1:38 PM

শঙ্কর ঘোষাল। দীর্ঘ অভিনয়ের জীবন। টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে শঙ্করের অভিনয় দেখেছেন দর্শক। না! নামভূমিকায় নয়। পার্শ্বচরিত্রেই বরাবর সুযোগ পেয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা (Actor)। উত্তম কুমার, সলিল চৌধুরির মতো ব্যক্তিত্বদের সঙ্গে কাজের অভিজ্ঞতা যাঁর সম্পদ, তিনি প্রবল অর্থকষ্টে রয়েছেন। হাতে কাজ নেই। শঙ্করের এই পরিস্থিতির কথা প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেতা সব্যসাচী চৌধুরি (Sabyasachi Chowdhury)। যিনি টেলিভিশনে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন।

দীর্ঘ সোশ্যাল পোস্টে শঙ্করের অসহায়তা, অসুবিধের কথা তুলে ধরেছেন সব্যসাচী। তিনি এবং তাঁর বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা যতটা সম্ভব সাহায্য করছেন শঙ্করকে। ঐন্দ্রিলা একদিকে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। কিন্তু তবুও ৭০ বছর বয়সী সহকর্মীর দিকে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তবে আরও সাহায্যের প্রয়োজন। সে কারণেই প্রকাশ্যে শঙ্করের কথা তুলে ধরেছেন সব্যসাচী।

মানুষটির অনুমতি নিয়েই কথাগুলো লিখছি, অনুমতি চাওয়াতে বললেন “আমি বহুদিন আগেই লজ্জা পাওয়া ছেড়ে দিয়েছি ভাই, তবে নিজেকে…

Posted by Sabyasachi Chowdhury on Friday, April 30, 2021

শঙ্করের একটি ছবি শেয়ার করে সব্যসাচী লিখেছেন, ‘মানুষটির অনুমতি নিয়েই কথাগুলো লিখছি, অনুমতি চাওয়াতে বললেন “আমি বহুদিন আগেই লজ্জা পাওয়া ছেড়ে দিয়েছি ভাই, তবে নিজেকে মাঝেমধ্যে ছোট লাগে, তবু ভাবি অন্যায় তো করছি না, চেয়ে খাচ্ছি এই যা”। মানুষটি শঙ্কর ঘোষাল, প্রায় ৫০ বছর অভিনয়ের সাথে যুক্ত, নিজের বয়স ৭০।’

সব্যসাচী জানিয়েছেন, ‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিকে শেষ কাজ করেছিলেন শঙ্কর। তারপর আর কাজ পাননি। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে সব্যসাচীর সঙ্গে তিনদিন কাজ করেছিলেন তিনি। ছোট্ট চরিত্রে শঙ্করের কাজের প্রশংসা করেছেন সব্যসাচী। তিনি লিখেছেন, ‘শঙ্করদার কাজ নেই, খাবার পয়সা নেই, চোখের জল চেপে বললেন “মাঝে এতো খারাপ অবস্থা হয়েছিল যে কয়েকদিন আমি হাতিবাগানের মোড়ে দাঁড়িয়ে হাতও পেতেছি।” নিজের স্ত্রী এবং ছোট নাতিকে নিয়ে থাকেন গৌরীবাড়ির মোড়ে এক জরাজীর্ণ বাড়িতে।’

পর্দার বামাক্ষ্যাপার আবেদন, ‘আমি জানি অনেকেই আমার প্রোফাইলে আছেন, আমার পোস্টটি যদি পড়েন এবং যদি সম্ভবপর হয় সামান্য সাহায্য করবেন মানুষটিকে, আমায় ইনবক্স জানাবেন যদি সম্ভব হয়।’

যারা যারা হেল্প করতে চেয়েছেন তাদের সুবিদার্থে :

শঙ্কর ঘোষাল +91 98304 48388 (Phonepe, Gpay, Paytm available)

Address: 60/9A Gouribari Lane, Kolkata- 700004

Posted by Sabyasachi Chowdhury on Friday, April 30, 2021

সব্যসাচীর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। অনেকেই শঙ্করবাবুকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। সেই তালিকায় টেলি পাড়ার শিল্পীরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন সাধারণ মানুষ। শিল্পীদের মধ্যে আবার অনেকের আবেদন, শঙ্করবাবুকে কাজ দিয়ে সাহায্য করা হোক। তাহলে অন্তত কিছুটা সম্মান দেখানো যাবে।

সব্যসাচী জানিয়েছেন, অল্প বয়সে সলিল চৌধুরির হাত ধরে মুম্বই চলে যাওয়ার সুযোগ পেয়েছিলেন শঙ্কর। কিন্তু তিনি কলকাতা ছেড়ে যাননি। এখন সব্যসাচীর জন্য তাঁর পরামর্শ, সুযোগ পেলে যেন তিনি মুম্বই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চলে যান। শঙ্করবাবু মনে করেন, কলকাতায় আর কিছুই অবশিষ্ট নেই। সম্মানটুুকুও নয়। সব্যসাচী লিখেছেন, তিনি তা করতে চান না। তিনি কলকাতায় থেকেই বদলাতে চান। ‘আমি কলকাতা ছাড়ব বলে বিদেশ ছেড়ে আসিনি। আমি অন্য কোথাও যাবো না শঙ্করদা, আমি এইখানেই থাকবো, আমি এইখানেই গড়বো,’ লিখেছেন অভিনেতা।

আরও পড়ুন, শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে করোনা আক্রান্ত অভিনেতা অনিরুদ্ধ দাভে