AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত রচনার হিট নায়ক উত্তম মহান্তি, কী হয়েছিল ওড়িয়া ছবির কিংবদন্তি অভিনেতার?

তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। খবর অনুযায়ী, দিল্লির গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন উত্তম।

প্রয়াত রচনার হিট নায়ক উত্তম মহান্তি, কী হয়েছিল ওড়িয়া ছবির কিংবদন্তি অভিনেতার?
| Updated on: Feb 28, 2025 | 5:34 PM
Share

বিনোদুনিয়ার ফের নক্ষত্র পতন। প্রয়াত ওড়িয়া সিনেমার কিংবদন্তি অভিনেতা উত্তম মহান্তি। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। খবর অনুযায়ী, দিল্লির গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন উত্তম। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

বহুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। সম্প্রতি নিউমোনিয়া ও সিরোসিস অফ লিভার ধরা পরে তাঁর। প্রথমে ভুবনেশ্বরে চিকিৎসা চলছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেতাকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আইসিইউতে ছিলেন তিনি। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় অভিনেতাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। বৃহস্পতি রাতে মৃত্যুর সঙ্গে লড়াই শেষ হয় তাঁর। শেষ নিশ্বাস ত্যাগ ওড়িশা সিনেমার সুপারস্টার উত্তম।

১৯৫৮ সালে ওড়িশার বারিপদায় জন্ম হয় তাঁর। সিনেমায় কেরিয়ার শুরু অভিমান ছবিতে থেকে। তাঁর চকোলেট বয় রোমান্টিক লুক নজর কেড়েছিল প্রথম ছবি থেকেই। এরপর, ‘নিঝুম রাতিরা সাথী’, ‘চিনহা অচিন’, ‘রামায়ণ’, ‘তপস্যা’, ‘রাম বলরাম’, ‘পালটক’, ‘অভিলাষা’, ‘দন্ড বালুঙ্গা’, ‘পূজা ফুল’, ‘জাগা হাতরে পাগা’, ‘সাহারী বাঘাগে’-এর মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন উত্তম।

উত্তম মহান্তি ও তাঁর স্ত্রী অভিনেত্রী অপরাজিতার জুটিও এক সময় রাজত্ব করেছিল ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেও বহু হিট ছবি দিয়েছেন উত্তম। এক সময় রচনা ও উত্তমকে নিয়ে প্রেমের গুঞ্জনও শোনা যেত। তবে এই নিয়ে কখনই মুখ খোলেননি রচনা বা উত্তম কেউ-ই।