AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রথম ছবি থেকে বাবা আমাকে বাদ দিতে চেয়েছিল’, কেন বললেন কোয়েল মল্লিক?

নেপোটিজম নিয়ে কথা বলতে গিয়ে রঞ্জিত মল্লিক বললেন, " আমার মনে হয়েছিল এই অভিনয় পেশার সঙ্গে যুক্ত থাকা মানে অনেক দায়িত্ব। প্রযোজকের অনেক টাকা ইনভেস্ট হয়ে থাকে। যদি ভাল কাজ না হয় ,তাহলে কোয়েল কষ্ট পাবে, আর মেয়ে কষ্ট পেলে বাবার তো খারাপ লাগবেই। "

'প্রথম ছবি থেকে বাবা আমাকে বাদ দিতে চেয়েছিল', কেন বললেন কোয়েল মল্লিক?
| Edited By: | Updated on: Oct 27, 2025 | 4:34 PM
Share

স্বার্থপর ছবিটি রমরমিয়ে চলছে সিনেমা হলে। বহুবছর পর আবার এক ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিককে। এই ছবির প্রচারে টিভিনাইন বাংলার কাছে কোয়েল মল্লিক জানালেন, তাঁকে প্রথম ছবি থেকে বাদ দেওয়ার কথা বলেছিলেন রঞ্জিত মল্লিক। বিষয়টা হল , নেপোটিজম নিয়ে কথা বলতে গিয়ে রঞ্জিত মল্লিক বললেন, ” আমার মনে হয়েছিল এই অভিনয় পেশার সঙ্গে যুক্ত থাকা মানে অনেক দায়িত্ব। প্রযোজকের অনেক টাকা ইনভেস্ট হয়ে থাকে। যদি ভাল কাজ না হয় ,তাহলে কোয়েল কষ্ট পাবে, আর মেয়ে কষ্ট পেলে বাবার তো খারাপ লাগবেই। ”

অভিনেতা রঞ্জিত মল্লিকের কথা শেষ না হতেই কোয়েল বললেন, ” আমার যখন প্রথম ছবি নাটের গুরু শুরু হয় বাবা পরিচালক হরনাথ চক্রবর্তীকে বলেছিলেন, দুদিন দিন শ্যুট করে দেখো যদি কাজ না পারে কোয়েলকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে নিও কোন অসুবিধা নেই, আর এই কথাটা আমি অনেক পরে জানতে পারি, আমি তখন বাবাকে একটু অভিমান নিয়ে বলি, তুমি আমায় বাদ দিতে বলেছো? তবে হ্যাঁ পরে আমি বুঝেছি, আমি ডিজারভিং ক্যান্ডিডেট ছিলাম,তাই ছবিটা করতে ফেরেছি। এটা তো আত্মসম্মানের বিষয়। আমি যদি কাজটা না পারতাম সিনেমা থেকে বাদ পরতাম। আগামীতে এটাই বুঝেছি বাবার একটা নাম রয়েছে, সেই সুনামটা রক্ষা করা আমার দায়িত্ব। ”

কোয়েল আরও যোগ করেন, ” আসলে বাইরে থেকে দেখে এই জগৎটা যতটা চকচকে মনে হয়, আসলে খুব পরিশ্রম, দায়িত্ব থাকে, বাবা যেমন বললেন, প্রযোজকের অনেকটা টাকা লগ্নি থাকে, তাই কাজটা দায়িত্বের। সঙ্গে এই পরীক্ষায় আমার খাতা সবার সামনে খোলা থাকবে, যা করেছি ভালমন্দো সবটা সবাই দেখবে। সমালোচনা হবে। এই সবকিছু বুঝিয়ে তার পর আমাকে ইন্ডাস্ট্রিতে আশার অনুমতি দিয়েছে। তাই আশাকরি আমি কিছুটা কাজ করতে পেরেছি। ”

এই প্রসঙ্গেই অভিনেতা রঞ্জিত মল্লিক বলেন, ” অবশ্যই কোয়েল প্ররবর্তী সময়ে কোয়েল অনেক পরিশ্রম করেছেন, দর্শকদের ভালোবাসা পেয়েছে, নাহলে কুড়ি বছরের উপর কোয়েল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারত না। “