কবে বিয়ে করছেন অভিনেত্রী পার্নো মিত্র? বিবাহ মরশুমে দিয়েই দিলেন আভাস…

Parno Mittrah: পার্নোর এই পোস্টে ভূরি-ভূরি মন্তব্য এসেছেন নেটিজ়েনদের। অধিকাংশ নেটিজ়েনই হাসাহাসি করেছেন। কনটেন্ট ক্রিয়েটার 'লাফটার সেন', তথা নিরঞ্জন মণ্ডল হাহা হাসির ইমোজি শেয়ার করেছেন। পাল্টা হেসেছেন পার্নোও। এক নেটিজ়েন লিখেছেন, "পার্নো, আপনার মতো আমিও সেটাই ভাবছি। তবে কেউ যদি বিয়ে করেন, করতেই পারেন, আমি সুস্বাদু খাবারগুলো খেতে পারব।"

কবে বিয়ে করছেন অভিনেত্রী পার্নো মিত্র? বিবাহ মরশুমে দিয়েই দিলেন আভাস...
পার্নো মিত্র।
Follow Us:
| Updated on: Jul 18, 2024 | 10:23 AM

বিয়ের মরশুম চলছে। সম্প্রতি বিয়ে করলেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি। তিনি বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টকে। অন্যদিকে বাংলার বুকেও এক সেলেব্রিটির বিয়ে হয়ে গেল। বিয়ে করলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। এই সব দেখে একটি সোশাল মিডিয়া পোস্ট করেছেন অভিনেত্রী (২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভোটেও লড়েছিলেন) পার্নো মিত্র। তিনি সরাসরি প্রশ্ন করেছেন, “পরবর্তী বিয়ে কার?”

এই প্রশ্ন করেই ক্ষান্ত হননি পার্নো। পরিষ্কার করেছেন, আগামীতে তাঁর কোনও পরিকল্পনা নেই বিয়ে করার। পার্নো একটি মোশন ছবি পোস্ট করেছেন। সেই ছবির গায়ে লেখা, “খালি ভাবছি এর পর কে বিয়ে করছেন। আমার নয়, আপনারও নয় আশা করি।” তারপর সেই ছবিতে একটি জিভ কাটা স্মাইলি দিয়েছেন। ক্যাপশনে পার্নো লিখেছেন, “বলো, বলো, টেল, টেল!!”

পার্নোর এই পোস্টে ভূরি-ভূরি মন্তব্য এসেছেন নেটিজ়েনদের। অধিকাংশ নেটিজ়েনই হাসাহাসি করেছেন। কনটেন্ট ক্রিয়েটার ‘লাফটার সেন’, তথা নিরঞ্জন মণ্ডল হাহা হাসির ইমোজি শেয়ার করেছেন। পাল্টা হেসেছেন পার্নোও। এক নেটিজ়েন লিখেছেন, “পার্নো, আপনার মতো আমিও সেটাই ভাবছি। তবে কেউ যদি বিয়ে করেন, করতেই পারেন, আমি সুস্বাদু খাবারগুলো খেতে পারব।”

View this post on Instagram

A post shared by parnomittra (@parnomittra)

২০০৭ সালে অভিনয় জীবন শুরু করেছিলেন পার্নো। টিভির পর্দায় সম্প্রচারিত ‘খেলা’ ধারাবাহিকে তাঁকে ইন্দিরার চরিত্রে দেখা যায় প্রথম। তিনিই ছিলেন সিরিয়ালের নায়িকা। তারপর ‘মোহনা’ সিরিয়ালেও মোহনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন। ‘সময়’, ‘বউ কথা কও’-এর মতো সিরিয়ালেও দক্ষতার সঙ্গে পারফর্ম করেছেন পার্নো। তারপর আসে তাঁর বড় পর্দার ব্রেক। অঞ্জন দত্তর ‘রঞ্জনা তুমি আর আসবে না’ ছবিতে রঞ্জনা ছিলেন পার্নোই। তিনটি জাতীয় পুরস্কার পেয়েছিল সেই ছবি (সেরা বাংলা ছবি, স্পেশাল জুরি অ্যাওয়ার্ড এবং সেরা সঙ্গীত)। এরপর ‘অপুর পাঁচালি’, ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি মোর’, ‘একলা আকাশ’, ‘গ্ল্যামার’, ‘ভীতু’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘রাজকাহিনী’, ‘দ্য ক্লে বার্ড’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘বালিঝড়’, ‘আহারে মন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

২০২১ সালে ভারতীয় জনতা পার্টির হয়ে বিধাননগর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন পার্নো। তবে তিনি তৃণমূলের তাপস রায়ের বিপক্ষে লড়ে হেরে গিয়েছিলেন ৩৫,১৪৭ ভোটে।