AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের ছোট পর্দায় আসছেন ‘বাহামনি’ খ্যাত রণিতা দাস, এবার কোন চরিত্রে ?

একসময় তাঁর অভিনয়ের চর্চা ছড়িয়ে পড়েছিল গোটা বাংলায়। শহর থেকে শহরতলির প্রত্যেকেই চিনতো তাঁকে। নিজের অভিনয়ের দক্ষতা এবং সুন্দর চেহারা , তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে।

ফের ছোট পর্দায় আসছেন 'বাহামনি' খ্যাত রণিতা দাস, এবার কোন চরিত্রে ?
| Edited By: | Updated on: May 05, 2025 | 2:15 PM
Share

রণিতা দাস এই নামটা বললে হয়তো অনেকে একটু চিন্তা করবে, তবে যদি বলা হয় বাহামনি আবার সিরিয়ালে ফিরছে! এক লহমায় সকলের সামনে উজ্জ্বল নায়িকার মুখ ভেসে উঠবে। একটা সময়ে বাংলা ধারাবাহিকে অত্যন্ত জনপ্রিয় মুখ রণিতা দাস। একসময় তাঁর অভিনয়ের চর্চা ছড়িয়ে পড়েছিল গোটা বাংলায়। শহর থেকে শহরতলির প্রত্যেকেই চিনতো তাঁকে। নিজের অভিনয়ের দক্ষতা এবং সুন্দর চেহারা , তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। তাঁর বলা প্রতিটা সংলাপ দর্শকদের মন জয় করে নিয়েছিল। অবশ্য এখনও সব দর্শকদের কাছে তিনি একইভাবে জনপ্রিয় বাহামনি নামে। ‘ইস্টিকুটুম ‘ এই ধারাবাহিকের হাত ধরেই সাফল্য এসেছিল অভিনেত্রী রণিতা দাসের। মানভূম ভাষা আর গ্রাম্য সাজিয়ে অনেকটাই আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। তবে সাফল্য পেয়েও হঠাৎই কোন অজ্ঞাত কারণে সিরিয়াল ছেড়ে দেন। তার পর থেকে বেশকিছু সিরিজ সিনেমাতে রণিতাকে দেখা গেলেও সেইভাবে সাফল্য আসেনি, তবে তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন।

এখন টলিপাড়ার খবর আবার সিরিয়ালে ফিরছেন রণিতা দাস। ‘স্টার জলসা’ চ্যানেলের একটি বাংলা ধারাবাহিকের মুখ্য চরিত্র হয়েই ছোট পর্দায় ফিরছেন নায়িকা। যদিও চেষ্টা করেও রণিতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সূত্রের খবর যে বাহামনি চরিত্র করে রণিতার সাফল্য তার থেকেও বড় চমক নিয়ে হাজির হবেন রণিতা। চ্যানেলের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি, তবে সূত্র বলছে সব ঠিক থাকলে শীঘ্রই ছোট পর্দার দর্শকদের কাছে নতুন রূপে হাজির হবেন রণিতা। এখন শুধুই সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, ‘ইস্টিকুটুম’ সিরিয়ালে সেইসময় অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে অভিনয় করেছিলেন রণিতা তাঁদের এই জুটির অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এছাড়াও এই ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা চক্রবর্তী, চন্দন সেন,সুদীপ্তা চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, অনুশ্রী দাস, অরিন্দম শীল, মাধবী মুখোপাধ্যায়, অনুরাধা রায়, মঞ্জুশ্রী গাঙ্গুলি, দিগন্ত বাগচী সহ নামি দামি জনপ্রিয় টলিপাড়ার তারকারা। ২০১১ সালে স্টার জলসায় দেখা যেত এই ধারাবাহিকটি। তবে শুরু থেকেই বাহা এবং অর্চির কাহিনি অনেক ভালবাসা পেয়েছিল দর্শকদের। খবর, অনুযায়ী আবার সেই স্টার জলসার হাত ধরেই ছোট পর্দায় কামব্যক করছেন রণিতা দাস।