বাড়ি বিক্রি করলেন সোনাক্ষী! কত টাকায় জানেন?
সবে নতুন সংসার শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। যখনই সুযোগ পেতেন, তখনই সোশাল মিডিয়ায় শেয়ার করতেন তাঁদের দাম্পত্যের ছবি। কখনও জাহিরের সঙ্গে আদুরে পোস্ট, তো কখনও জাহিরের সঙ্গে খুনসুটি। তবে এবার আচমকাই সিদ্ধান্ত।

সবে নতুন সংসার শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। যখনই সুযোগ পেতেন, তখনই সোশাল মিডিয়ায় শেয়ার করতেন তাঁদের দাম্পত্যের ছবি। কখনও জাহিরের সঙ্গে আদুরে পোস্ট, তো কখনও জাহিরের সঙ্গে খুনসুটি। তবে এবার আচমকাই সিদ্ধান্ত। বিয়ের এক বছরের মধ্য়ে বাড়ি বিক্রি করে দিলেন সোনাক্ষী সিনহা। বান্দ্রার যে বাড়িটি মনের মতো করে সাজিয়ে ছিলেন, তাই বিক্রি করতে বাধ্য হলেন তিনি।
তথ্য সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বান্দ্রার কুরলা আবাসনে সোনাক্ষীর এই ফ্ল্যাটটি ছিল। যার আয়তন ৪২২১ বর্গফুট। সেই ফ্ল্যাট ২২.৫০ কোটি টাকায় বিক্রি করলেন সোনাক্ষী। জানা গিয়েছে, ফ্ল্যাট যে দামে কিনেছিলেন তার থেকে ৬১ শতাংশ বেশি লাভেই বিক্রি করেছেন অভিনেত্রী।
এমনিতেই সোনাক্ষীর হাতে সেভাবে কোনও ছবি নেই। জাহিরের কপালও তথৈবচ। তবে জাহিরের মুম্বইয়ে রয়েছে রেস্তরাঁ। হয়তো সেভিং বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন শত্রুঘ্নকন্যা। অবশ্য, মুম্বইতে সোনাক্ষীর রয়েছে আরও একটি ফ্ল্যাট।
বান্দ্রার এই এলাকা এমনিতেই বলিউডের তারকাদের দারুণ পছন্দ। শাহরুখ খান, সলমন খান, আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, তৃপ্তি দিমরি, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা এই এলাকাতেই থাকেন।
