‘আমার ছেলে আছে!’, কেন বিশ্বাসই করতে পারেন না ইয়ামি?

দেখতে দেখতে ছ'মাস হয়ে গেল তাঁর মাতৃত্বের। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইয়ামি গৌতম। তিনি যে এক ছেলের মা তা এখনও বিশ্বাস করে উঠতে পারেন না নায়িকা। ছেলের পরিচয় দিতে গেলে রীতিমতো চমকে ওঠেন। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে এ কথাই জানিয়েছেন অভিনেত্রী।

'আমার ছেলে আছে!', কেন বিশ্বাসই করতে পারেন না ইয়ামি?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2024 | 11:20 AM

দেখতে দেখতে ছ’মাস হয়ে গেল তাঁর মাতৃত্বের। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইয়ামি গৌতম। তিনি যে এক ছেলের মা তা এখনও বিশ্বাস করে উঠতে পারেন না নায়িকা। ছেলের পরিচয় দিতে গেলে রীতিমতো চমকে ওঠেন। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে এ কথাই জানিয়েছেন অভিনেত্রী। গত ১০ মে জন্ম হয়েছে বেদবিদের। যে নামের অর্থ হল যে সব জানে। ছেলে প্রসঙ্গে ইয়ামি জানিয়েছেন যে তিনি এখনও বিশ্বাস করতে পারেন না যে তিনি একটি প্রাণের জন্ম দিয়ে ফেলেছেন। প্রথম দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, “হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পর সকলে ছেলেকেই দেখতে চাইছিলেন, যেমন সব পরিবারে ঘটে থাকে। আমি চুপচাপ বসে পড়েছিলাম আদিত্যর পাশে। মনে হল, এর আগের আমার যে জীবন ছিল, তা ঝাপসা হয়ে গিয়েছে।”

নায়িকার দাবি ছেলের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মনে হয় নিজের মধ্যে এক নতুন সত্তার জন্ম হয়েছে। কেমন চলছে এই নতুন মায়ের জীবন? ইয়ামি বললেন, “এখনও বিশ্বাসই করে উঠতে পারছি না, আমি মা হয়েছি। বিশেষত যখন কারও সঙ্গে কথা বলার সময় বেদবিদকে ‘আমার ছেলে’ বলে পরিচয় দিতে যাই, তখন অদ্ভুত অনুভূতি হয়। আর তখন যেন আরও একটু জোর দিয়ে বলি ‘আমার ছেলে’। আদিত্যও খুবই ভাল বাবা। ছেলেকে ঢেঁকুর তোলানোয় বিশেষজ্ঞ। ছেলেও বাবাকে খুব ভালবাসে। আদিত্যকে দেখলেই ওর মুখে যেন আলো জ্বলে ওঠে। প্রথমে একটু লজ্জা পায়। তার পর লাফিয়ে চলে যায় বাবার কাছে। আদিত্যও নিজের শুটিংয়ের ফাঁকে যখনই সময় পায় তখনই আমাদের কাছে চলে আসে। বেদবিদও আনন্দ পায়।”