করোনা কালেই বলিউডে সম্পন্ন হল আরও এক হেভিওয়েট বিয়ে। পাত্র আদিত্য নারায়ণ এবং পাত্রী শ্বেতা আগরওয়াল। মঙ্গলবারই মুম্বইয়ের ইসকন মন্দিরে সাতপাকে বাঁধা পড়লেন ওঁরা। সাক্ষী থাকলেন রাধা-কৃষ্ণ। আর দুই পরিবার ঘনিষ্ঠ হাতে গোনা কয়েক জন।
একমাত্র ছেলের বিয়েতে তাসা পার্টির সঙ্গে জমিয়ে নাচলেন উদিত। বাদ গেলেন না তাঁর স্ত্রী দীপাও। সকাল থেকেই জোর তোরজোড় শুরু হয়েছিল নারায়ণ পরিবারে। বেলা গড়াতেই সপরিবারে মন্দিরে পৌঁছে যান 'দুলহে রাজা' আদিত্য।
পরেছিলেন অফ হোয়াইটের উপর কাজ করা শেরওয়ানি। মাথায় ছিল রাজকীয় পাগড়ি। গলায় আবার কনট্র্যাস্ট করা সবুজ রঙা পান্নার মালা। পাগড়িতেও ছিল সবুজের ছোঁয়া।
আদিত্য পৌঁছনোর প্রায় একই সময়ে পরিবার নিয়ে পৌঁছে গিয়েছিলেন শ্বেতাও। আদিত্যর সঙ্গে তাঁর বিয়ের সাজ যেন রঙমিলান্তি। তাঁর পরনেও ছিল অফ হোয়াইট লেহেঙ্গা। গায়ে মানানসই গয়না। বিয়ের আসরে বর-বউয়ের সাজ ছিল সুপারহিট।
শুনলে অবাক হবেন, আদিত্য এবং শ্বেতার বিয়ের এই পোশাক ডিজাইন কিন্তু কোনও নামজাদা সেলেব স্টাইলিস্ট করেননি। পুরো কৃতিত্বটাই শ্বেতার। শ্বেতা নিজেও ফ্যাশন ডিজাইনার। ইচ্ছে ছিল নিজের বিয়ের পোশাক ডিজাইন করবেন নিজেই। হলও তাই। শুধু হল-ই নয়, হিটও হল।
করোনার কারণে অতিথিদের মধ্যে বলিউডের চেনা মুখদের দেখা না গেলেও নারায়ণ এবং আগরওয়াল পরিবারের ঘনিষ্ঠরা কিন্তু নিজেদের মতো করেই মেতে উঠেছিলেন আনন্দে। বিয়ে তো কী হয়েছে? নিজের বিয়েতেই জমিয়ে নাচতেও দেখা গেল আদিত্যকে।
এর আগে উদিত নারায়ণ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, করোনার কারণে বলিউডের সব চেনা পরিচিতদের আমন্ত্রণ জানাতে না পারলেও ছেলের বিয়েতে নারায়ণ পরিবারের তরফে আমন্ত্রণ পৌঁছে গিয়েছিল ধর্মেন্দ্র, রণবীর সিং, শত্রুঘ্ন সিনহা, দীপিকা পাড়ুকোনের কাছে।
সূত্রের খবর, আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও তাঁদের কাউকেই দেখা যায়নি শ্বেতা এবং আদিত্যর বিয়ের অনুষ্ঠানে। তবু আনন্দে ভাঁটা পড়েনি।
শ্বেতার সঙ্গে আদিত্যর আলাপ প্রায় দশ বছর আগে। 'শাপিত' ছবির সেটে। ওই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। শ্বেতার সঙ্গে প্রথম মুলাকাতেই যে প্রেম হয়ে গিয়েছিল আদিত্য-র সে কথা আগেই জানিয়েছিলেন তিনি।
শ্বেতা অবশ্য প্রথমে একেবারেই পাত্তা দেননি তাঁকে। ধীরে ধীরে শুরু হয় বন্ধুত্ব। সেখান থেকে প্রেম... যা পরিণতি পেল অবশেষে। এক হলেন তাঁরা। তাঁদের দু'জনকে অনেক শুভেচ্ছা।