‘বঙ্গ ললনার জন্য…’, সরস্বতী পুজোর দিন কোন আবেগে ভাসলেন আদৃত
Adrit Roy: এদিন বিকেলে প্রথমবার লাইভে এসে সকলের সঙ্গে দেখা করে দিলেন আড্ডা। সকলকে কৃতজ্ঞতা জানিয়ে নিজেই অবাক হয়ে গেলেন, যে তাঁর এত ভক্তের সংখ্যা রয়েছে, তিনি বিশ্বাসই করে উঠতে পারছেন না।

আদৃত রায়, সিনেপাড়া থেকে যাঁর সফর শুরু, সেই সেলেব সব থেকে বেশি জনপ্রিয় হয়ে ওঠেন মিঠাই ধারাবাহিকের হাত ধরে। তবে ধারাবাহিক শেষ হতে না হতেই কোথায় যেন হারিয়ে যান তিনি। একের পর এক ছবির নাম সামনে এলোও ভক্তদের সামনে সেভাবে আসতে দেখা গেল না আদৃতকে। যা নিয়ে আক্ষেপ ছিল তুঙ্গে। নেই সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, নেই কোনও বিশেষ অনুষ্ঠানে দেখা, ভক্তরা একপ্রকার নিরাশ হয়ে পড়ছিলেন যখন, ঠিক সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ইনস্টাগ্রামে হাজির হলেন তিনি। ইনস্টাগ্রামে খুলে ফেললেন নিজের অ্যাকাউন্ট। আর যা রাতারাতি ১০ হাজার ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে গেল। তা দেখেই সোশ্যাল মিডিয়া লাইভে আসার সিদ্ধান্ত নিলেন তিনি। এদিন বিকেলে প্রথমবার লাইভে এসে সকলের সঙ্গে দেখা করে দিলেন আড্ডা। সকলকে কৃতজ্ঞতা জানিয়ে নিজেই অবাক হয়ে গেলেন, যে তাঁর এত ভক্তের সংখ্যা রয়েছে, তিনি বিশ্বাসই করে উঠতে পারছেন না।
এখানেই শেষ নয়, পাশাপাশি আদৃত রায় স্পষ্টই জানিয়ে দিলেন, তাঁকে যে এত ভক্তরা ভালবাসা জানাবেন, তা তিনি অনুমান করেছিলেন। ভক্তদের প্রতি বিশ্বাস ছিল তাঁর। এরই মাঝে এক ভক্ত তাঁকে লাইভে পাঞ্জাবী পরে আসতে দেখে সুন্দর লাগার কথা জানালেন। যা দেখে হাসতে হাসতে বললেন, এটা তাঁর বঙ্গ ললনাদের জন্যে। অর্থাৎ মহিলা ভক্তদের কথা মাথায় রেখেই এই বিশেষ দিনে তিনি পাঞ্জাবীতে হাজির হয়েছেন।
View this post on Instagram
মাত্র ছয়দিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। জানিয়েছিলেন, অবশেষে তিনি ইনস্টাগ্রামে উপস্থিত হলেন। এরপর নয় নয় করে ছয় ছবি সেখানে পোস্ট করেছেন তিনি। যার মধ্যে একটি হল ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁর লাইভে আসা। মহিলা ভক্তদের বিপুল সারা পেয়ে খুশি তিনি। ফ্যানপেজের উৎসাহ দেখেও বেজায় হাসি দেখা গেল তাঁর চোখে মুখে।





