AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাছের মানুষের হঠাৎই মৃত্যু, শেষ ইচ্ছেটাও পূরণ করতে পারলেন না অহনা

Ahona Dutta: অহনা দত্তকে কে না চেনেন? ছোট পর্দায় তিনি অবশ্য পরিচিত মিশকা নামেই। অতীতে মায়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। প্রেমিক দীপঙ্কর রায়ের সঙ্গে গড়ে তুলেছিলেন সুখের সংসার। সেই অহনা এবার স্বজনহারা। গত ১৫ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন তাঁর হবু শাশুড়ি মা অর্থাৎ প্রেমিক দীপঙ্করের মা।

কাছের মানুষের হঠাৎই মৃত্যু, শেষ ইচ্ছেটাও পূরণ করতে পারলেন না অহনা
হারালেন কাছের মানুষকে
| Updated on: Sep 17, 2024 | 6:17 PM
Share

অহনা দত্তকে কে না চেনেন? ছোট পর্দায় তিনি অবশ্য পরিচিত মিশকা নামেই। অতীতে মায়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। প্রেমিক দীপঙ্কর রায়ের সঙ্গে গড়ে তুলেছিলেন সুখের সংসার। সেই অহনা এবার স্বজনহারা। গত ১৫ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন তাঁর হবু শাশুড়ি মা অর্থাৎ প্রেমিক দীপঙ্করের মা। টিভিনাইন বাংলাকে অহনা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। চলছিল চিকিৎসা, কিন্তু শেষরক্ষা হল না। শুধু তাই নয়, বড় সাধ ছিল সমুদ্রে যাওয়ার। তাও পারেননি অহনা, সেই যন্ত্রণাও যেন দগ্ধ করছে তাঁকে।

ঘটনায় ভেঙে পড়েছেন দীপঙ্করও। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আমার ছোট বেলাটা খুব সুন্দর ছিলো না। ছোটবেলাটা খুব অভাবের মধ্যেই কেটেছে তাই কোনও সময় মনে হয়নি ছোটবেলার দিনগুলো এখনের থেকে সুন্দর ছিল। আজ তুমি নেই তাই মনে হচ্ছে ছোট বেলা টাই খুব সুন্দর ছিল তখন তুমি সুস্থ ছিলে তোমার সঙ্গে কাটানো সময় গুলো খুব আনন্দের ছিল। তুমি আমার দেখা সব থেকে শক্তিশালী যোদ্ধা যাকে মৃত্যু ছাড়া কোনো পরিস্থিতি হারাতে পারেনি। ভালো থেকো মা, আমার মা…।” এই কঠিক পরিস্থিতিতে দীপঙ্করের পাশেই আছেন অহনা। তবে এ দিনও শুটিংয়ে যেতে হয়েছে তাঁকে। কথাতেই তো বলে, ‘দ্য শো মাস্ট গো অন’। এক মন খারাপ করা পোস্ট করেছেন অহনাও। তিনি লেখেন, “আর কোনও কষ্ট হবে না তোমার ! নতুন করে আবার জন্ম নিও। আর এইবার সমুদ্রের ঢেউ হয়ে এসো। তোমাকে শেষ বারের মতন তোমার পছন্দের জায়েগা (সমুদ্র )তে নিয়ে যেতে পারলাম না। তবে পরের বার দীপঙ্কর আর মৌসুমীকেই ছেলে মেয়ে রূপে গ্রহণ কর , বড্ড যে ভালবাসে তোমাকে , পৃথিবীর সব থেকে ভালো ছেলে মেয়ের সব থেকে ভালো মা। আর আমাদের ব্যপারে নাই বা বললাম। আবার দেখা হবে আমাদের। আবার ওষুধ খাওয়ার জন্য বকব তোমাকে। আবার চুড়িদার জোর করে পরাবো। আবার আন্টি বলে ডাকব।”

দীপঙ্করকে মেয়ের প্রেমিক হিসেবে মেনে নেননি অহনার মা। দীপঙ্কর ও অহনার বয়সের বিস্তর ফারাক ছাড়াও এর আরও একটি কারণ অতীতে একবার বিয়ে হয়েছিল দীপঙ্করের। এ নিয়ে দুই পক্ষের কম বিবাদ হয়নি। সম্পর্কের অবনতির কথা এসেছিল মিডিয়াতেও। তবে প্রথম থেকেই অহনাকে রায় পরিবারের ভেবে আপন করে নিয়েছিলেন দীপঙ্করের মা। সেই মানুষটাই আর রইলেন না। মন ভাল নেই অহনার।