ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স জল্পনা ভুয়ো!মেয়ের জন্মদিনে ফাঁস গোপন ভিডিয়ো?
Abhishek-Aishwarya Divorce: ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা যত দিন যাচ্ছে আরও গভীর হচ্ছে। তাঁরা নাকি অনেক দিন ধরে আলাদা থাকছেন। ১৬ নভেম্বর আরাধ্যা বচ্চনের জন্মদিনের পর থেকে আরও জোড়াল হয়েছে আলোচনা। যদিও তাঁরা এই বিষয় কোনও বাক্য ব্যয় করেনি এখনও পর্যন্ত।

ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা যত দিন যাচ্ছে আরও গভীর হচ্ছে। তাঁরা নাকি অনেক দিন ধরে আলাদা থাকছেন। ১৬ নভেম্বর আরাধ্যা বচ্চনের জন্মদিনের পর থেকে আরও জোড়াল হয়েছে আলোচনা। যদিও তাঁরা এই বিষয় কোনও বাক্য ব্যয় করেনি এখনও পর্যন্ত। তবে মেয়ের জন্মদিনের বেশ কয়েক দিন পরে একটি বিশেষ ছবি পোস্ট করেন নায়িকা।
যেখানে দেখা যাচ্ছে ঐশ্বর্য এবং আরাধ্যা একেবারে তৈরি বার্থডে পার্টির জন্য। অনেকেই ভেবেছিলেন ঐশ্বর্যর সঙ্গে সমস্যার জেরেই কি আরাধ্যার জন্মদিনেও দেখা গেল না অভিষেককে? এমনকি মেয়ের জন্মদিনেও কোনও পোস্ট করেননি অভিষেক। তাহলে কি তাঁদের সমস্যা আরও গভীর হল? এমন একাধিক প্রশ্ন এসেছিল প্রকাশ্যে। এরই মধ্যে সামনে এল অভিষেক-ঐশ্বর্যর আরও এক ভিডিয়ো।
যদিও সেই ভিডিয়োয় একসঙ্গে নেই তাঁরা। তবে যে ভিডিয়োগুলি প্রকাশ্যে এসেছে বোঝা যাচ্ছে আরাধ্যার জন্মদিনের আসরেই উপস্থিত হয়েছিলেন অভিষেক। পিছনে রয়েছে জন্মদিনের আলোর রোশনাই। সেই ভিডিয়োয় অভিষেককে ধন্যবাদ জানাতে দেখা যাচ্ছে। গত ১৩ বছর ধরে তাঁর মেয়ের জন্মদিনের আয়োজন যাঁরা করে আসছেন। তাঁদেরকে ধন্যবাদ জানান অভিনেতা। তেমনই সেই সঙ্গে ঐশ্বর্যর ভিডিয়োও ছড়িয়ে পড়েছে। গত ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিন আয়োজনের নেপথ্যে রয়েছেন যাঁরা তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনিও। সেই দুই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর দুইয়ে দুইয়ে চার করেছেন অনেকেই। অনেকেরই বক্তব্য ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্সের জল্পনা ভুয়ো।





