AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাশ্মীরে জঙ্গি হামলায় এবার বিস্ফোরক অক্ষয়, ভরা সভায় দাঁড়িয়ে বললেন…

এই প্রতিবাদ যেন আর শুধু এক সংলাপ নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে গোটা দেশের ক্রোধের প্রতীক হয়ে ওঠে সেই মুহূর্তে। ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বহু মানুষ অক্ষয়ের এই সাহসী সংলাপের প্রশংসা করেছেন।

কাশ্মীরে জঙ্গি হামলায় এবার বিস্ফোরক অক্ষয়, ভরা সভায় দাঁড়িয়ে বললেন...
| Edited By: | Updated on: Apr 27, 2025 | 2:01 PM
Share

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। গোটা দেশে এখন শোকের ছায়া, ক্ষোভে ফুঁসছে জনতা। বলিউডও ব্যতিক্রম নয়। এবার এই ঘটনার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা অক্ষয় কুমার। সিনেমার স্ক্রিন ছেড়ে সরাসরি বাস্তবের মঞ্চে দাঁড়িয়ে দিলেন সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা।

সম্প্রতি মুম্বইয়ের এক সিনেমাহলে ‘কেশরী চ্যাপ্টার ২’-এর বিশেষ স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন অক্ষয় কুমার এবং সহ-অভিনেতা আর মাধবন। সিনেমা শেষে দর্শকদের সঙ্গে কথা বলতে গিয়ে অক্ষয় কাশ্মীর প্রসঙ্গে মুখ খোলেন।

তিনি বলেন, “যখন আমরা এই সিনেমাটা বানাচ্ছিলাম, প্রতিটি দৃশ্যে অনুভব করেছি জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পরে কীভাবে মানুষের মনে তীব্র রাগ জমেছিল। আর আজ, সেই একই রাগ আবারও জমে উঠেছে আমাদের সকলের মনে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন ঘটনার কথা বলছি। আজ আমি সেই সন্ত্রাসবাদীদের উদ্দেশে বলতে চাই…” এই কথা বলেই অক্ষয় মাইকটি দর্শকদের দিকে ঘুরিয়ে দেন। সিনেমাহল জুড়ে একযোগে সকলে বলে ওঠেন সিনেমার বিখ্যাত সংলাপ: “F*** y*u!”

এই প্রতিবাদ যেন আর শুধু এক সংলাপ নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে গোটা দেশের ক্রোধের প্রতীক হয়ে ওঠে সেই মুহূর্তে। ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বহু মানুষ অক্ষয়ের এই সাহসী সংলাপের প্রশংসা করেছেন। কেউ বলছেন, “এই মুহূর্তে এমন প্রতিবাদ দরকার ছিল,” তো কেউ আবার বলছেন, “অক্ষয় সত্যিই একজন দেশপ্রেমিক, যিনি সিনেমা আর বাস্তবকে এক সুতোয় বাঁধেন।” যদিও একশ্রেণি এই শব্দের ব্যবহারে প্রতিবাদও জানাচ্ছেন।