রাতারাতি লোমশ বুক ফাঁকা! জানেন কার কথায় এই কাজ করেন অক্ষয়?
একসময় বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়, পর্দায় আসতেন জামার বোতাম খুলে। তা অ্যাকশন হোক বা রোম্য়ান্টিক দৃশ্য। অক্ষয়ের লোমশ বুক দেখে সেই সময় ঝড় উঠত মেয়েদের মনে।

একসময় বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়, পর্দায় আসতেন জামার বোতাম খুলে। তা অ্যাকশন হোক বা রোম্য়ান্টিক দৃশ্য। অক্ষয়ের লোমশ বুক দেখে সেই সময় ঝড় উঠত মেয়েদের মনে। অক্ষয়ও তা জানতেন। তাই লোমশ বুককেই যত্ন করে তিনি তুলে ধরতেন নানা ফটোশুটে! সেই সাধের লোমশ বুক যদি ফাঁকা করার নির্দেশ পান, তাহলে? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল অক্ষয়ের সঙ্গে। অনিচ্ছা সত্ত্বেও অক্ষয় বাধ্য হলেন লোম ছেঁটে পরিষ্কার করতে।
কার কথায় বাধ্য হয়েছিলেন অক্ষয়?
তখন ধড়কন ছবির শুটিং করছেন অক্ষয়। সঙ্গে শিল্প শেট্টি। একটি গানের শুটিংয়েই অক্ষয়কে পরতে হোত, সাদা রঙের শার্ট। হঠাৎ করেই ডিজাইনার মণীশ মালহোত্রা বললেন, এই শার্টটা পরতে হলে অক্ষয়কে বুক থেকে লোম ছেঁটে ফেলতে হবে! মণীশের মুখে এরকম কথা শুনে তো চক্ষু চড়ক গাছ অক্ষয়ের। পরিচালক ধর্মেশ দর্শনের কাছে অনুরোধও করলেনও যাতে বুকের লোম সেভ করতে না হয়। কিন্তু ধর্মেশও নাছোড়বান্দা। শেষমেশ, উপায় না বুঝে বুকের লোম পুরো উড়িয়েই দিলেন অক্ষয়। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা এক সাক্ষাৎকারে ফাঁস করলেন এই ঘটনা।
তবে শোনা যায়, প্রথমে অক্ষয় বিষয়টি নিয়ে নিমরাজি হলেও, পরে নাকি বেশ খুশিই হয়েছিলেন। এরপর থেকে নাকি সিনেপর্দায় লোমশ বুক ছাড়াই ধরা দিতেন বলিউড খিলাড়ি।
