৩৪ বছরের অভিমান কাটিয়ে আজ ভোট দিলেন অক্ষয়
Akshay Kumar: সেই সময় তিনি বুঝতে পারেন, তিনি ক্যামেরার সামনেই কাজ করতে চান। তিনি ক্যামেরা থেকে দূরে থাকতে পারবেন না। কিন্তু ততদিনে তাঁর কানাডার নাগরিকত্ব নিয়ে ফেলেছিলেন। ফলে তিনি ভারতে ফিরলেও এখানের নাগরিক হয়ে উঠতে পারছিলেন না।
অক্ষয় কুমার, ভারতের বুকে যিনি একের পর এক সুপারহিট ছবি করেছেন, বিজ্ঞাপনের মুখ হয়েছেন, এমন কি সরকারের বিভিন্ন প্রকল্পের মুখ হয়েছেন, তিনি ভারতীয় ছিলেনই না গত ৩৪ বছর। অভিমানে ছেড়েছিলেন নাগরিকত্ব। কানাডাতে গিয়ে বসবাস করবেন বলে স্থির করেছিলেন। তেমনটা করতেও চেয়েছিলেন। তবে ভাগ্যের ছিল অন্য লিখন। অক্ষয় কুমার রাজ করবেন ভারতের বুকেই। তেমনটাই ছিল স্থির। কিন্তু কেন তিনি ভারতের নাগরিকত্ব ছেড়েছিলেন জানেন? অক্ষয় কুমার একের পর এক ছবি করছেন তখন। সাল সম্ভবত, ১৯৮৯। পর পর ছবি মুক্তি পেতে থাকে অক্ষয় কুমারের। কিন্তু বলিউডের খিলাড়ি সেবার একটাও বাজি জিততে পারেননি। একের পর এক ছবি ফ্লপ। পরপর ১৫ ছবি মুখ থুবরে পড়ে বক্স অফিসে।
সেই সময় তিনি স্থির করেছিলেন ভারত ছেড়ে কানাডাতে গিয়ে নিজের কেরিয়ার শুরু করবেন। তবে সেখানে গিয়ে কিছুদিন যেতে না যেতেই তিনি দেখেন তাঁর ছবি চলতে শুরু করেছে। একের পর এক ছবি হিট। সেই সময় তিনি বুঝতে পারেন, তিনি ক্যামেরার সামনেই কাজ করতে চান। তিনি ক্যামেরা থেকে দূরে থাকতে পারবেন না। কিন্তু ততদিনে তাঁর কানাডার নাগরিকত্ব নিয়ে ফেলেছিলেন। ফলে তিনি ভারতে ফিরলেও এখানের নাগরিক হয়ে উঠতে পারছিলেন না।
#WATCH | Actor Akshay Kumar shows the indelible ink mark on his finger after casting his vote at a polling booth in Mumbai.
He says, “…I want my India to be developed and strong. I voted keeping that in mind. India should vote for what they deem is right…I think voter… pic.twitter.com/mN9C9dlvRD
— ANI (@ANI) May 20, 2024
তারপর চলে দীর্ঘ প্রতীক্ষা। একটা সময় বারবার আবেদন করেছিলেন অক্ষয় কুমার ভারতীয় নাগরিকত্বের জন্য়। অবশেষে ৩৩ বছর পর তিনি ২০২৩ সালে সেই নাগরিকত্ব ফিরে পান। আর ২০২৪ সালে এসে তিনি লোকসভা নির্বাচনে ৩৪ বছর পর ভোট দিতে পারেন। আর সেই খুশিতেই অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ২০ মে, তিনি সকাল সকাল গিয়ে নিজের ভোট দিলেন। এদিন বলিউডের অধিকাংশ স্টারদেরই দিনভর বিভিন্ন বুথে ভোট দিতে আসতে দেখা গেল।