AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেআইনি কাজ করছেন অক্ষয় খান্না! বিস্ফোরক অভিযোগ পরিচালকের

মণীশ গুপ্তের দাবি, ২০১৭ সালে ‘সেকশন ৩৭৫’ ছবির পরিচালক ও লেখক হিসেবে তিনি এবং প্রযোজক হিসেবে কুমার মাঙ্গাত অক্ষয়ের সঙ্গে ২ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। ২১ লক্ষ টাকা অগ্রিম নেওয়ার পর হঠাৎই অক্ষয় তাঁদের দেওয়া সময় বা ‘ডেটস’ অন্য একটি ছবি (‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’)-কে দিয়ে দেন এবং শুটিংয়ের জন্য লন্ডনে পাড়ি দেন।

বেআইনি কাজ করছেন অক্ষয় খান্না! বিস্ফোরক অভিযোগ পরিচালকের
| Updated on: Dec 31, 2025 | 2:24 PM
Share

অজয় দেবগন অভিনীত ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’-কে কেন্দ্র করে এবার উত্তাল বলিউড। ছবির অন্যতম  অভিনেতা অক্ষয় খন্নার বিরুদ্ধে অপেশাদারিত্ব এবং বিশ্বাসভঙ্গের গুরুতর অভিযোগ আনলেন প্রযোজক কুমার মাঙ্গাত। প্রযোজকের দাবি, শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে কোনও কারণ ছাড়াই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়। শুধু তাই নয়, ছবির জন্য নেওয়া অগ্রিম টাকাও তিনি ফেরত দেননি বলে অভিযোগ।

এই বিতর্কের মাঝেই ঘৃতাহুতি দিয়েছেন ‘সেকশন ৩৭৫’ ছবির লেখক মণীশ গুপ্ত। অতীতে অক্ষয়ের সঙ্গে কাজ করার তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, অক্ষয় খন্নার এমন আচরণ নতুন কিছু নয়।

মণীশ গুপ্তের দাবি, ২০১৭ সালে ‘সেকশন ৩৭৫’ ছবির পরিচালক ও লেখক হিসেবে তিনি এবং প্রযোজক হিসেবে কুমার মাঙ্গাত অক্ষয়ের সঙ্গে ২ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। ২১ লক্ষ টাকা অগ্রিম নেওয়ার পর হঠাৎই অক্ষয় তাঁদের দেওয়া সময় বা ‘ডেটস’ অন্য একটি ছবি (‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’)-কে দিয়ে দেন এবং শুটিংয়ের জন্য লন্ডনে পাড়ি দেন। এর ফলে মণীশ ও তাঁর গোটা টিমকে ছয় মাস হাত গুটিয়ে বসে থাকতে হয়েছিল।

মণীশ আরও জানান, লন্ডন থেকে ফেরার পর অক্ষয় তাঁর পারিশ্রমিক ২ কোটি থেকে বাড়িয়ে ৩.২৫ কোটি টাকা দাবি করেন। মণীশের কথায়, “অক্ষয় চুক্তি লঙ্ঘন করেছিলেন। তিনি চেয়েছিলেন পুরো ছবিটি নিজের নিয়ন্ত্রণে রাখতে এবং সব কিছু তাঁর ইচ্ছেমতো চালাতে। কিন্তু আমি তেমন পরিচালক নই যে অভিনেতার খেয়াল খুশিতে চলব। আমি তাঁর অযৌক্তিক আচরণের প্রতিবাদ করেছিলাম।”

মণীশ গুপ্তের অভিযোগ, তাঁর কড়া মনোভাব অক্ষয়ের ‘ইগো’-তে লেগেছিল। ফলে অক্ষয় প্রযোজক কুমার মাঙ্গাতকে চাপ দিতে থাকেন যেন মণীশকে পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মণীশ ক্ষোভের সঙ্গে বলেন, “অক্ষয়কে শাসন করার বদলে প্রযোজক আমাকেই বলির পাঁঠা বানিয়েছিলেন। আমাকে সরিয়ে দিয়ে আমার তিন বছরের হাড়ভাঙা খাটুনি দিয়ে তৈরি স্ক্রিপ্ট ও হার্ড ড্রাইভ তারা কবজা করে নেয়।”

সেই সময় মণীশ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং বম্বে হাই কোর্টে মামলা করার প্রস্তুতিও নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে কুমার মাঙ্গাত আদালতের বাইরে মণীশের সঙ্গে রফাদফা করেন। মণীশ বলছেন, “কী বিচিত্র পরিহাস! যে প্রযোজক সেদিন অক্ষয়ের অন্যায়ের সঙ্গ দিয়েছিলেন, আজ তিনিই ‘দৃশ্যম ৩’-এর সময় অক্ষয়ের অনৈতিক আচরণের শিকার হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।”

আপাতত ‘দৃশ্যম ৩’ থেকে অক্ষয়ের এই হঠাৎ প্রস্থান এবং পুরনো কাসুন্দি ঘেঁটে মণীশ গুপ্তের এই মন্তব্য বি-টাউনে নতুন করে জল্পনা তৈরি করেছে। অক্ষয় খন্নার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও  প্রতিক্রিয়া মেলেনি।