AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: থাকবে ৭০ টি মাইক্রোফোন, ৯ হাজারের বেশি লোক নয়, শুভেন্দুর সভার শর্ত জানাল হাইকোর্ট

Kolkata: মামলাকারীর আইনজীবী কোর্টে সওয়াল করেছেন, এই সভা নিয়ে রিপোর্ট দিয়েছেন এসডিপিও। তিনি বলেছেন, নতুন বছর উজ্জাপিত হবে। এত লোক নিয়ন্ত্রণ সম্ভব নয়। অপরদিকে, বিজেপির আইনজীবী এর পাল্টা সওয়াল করেন, ওঁর কোনও অধিকার নেই এ বিষয়ে নির্দেশ দেওয়ার।

Calcutta High Court: থাকবে ৭০ টি মাইক্রোফোন, ৯ হাজারের বেশি লোক নয়, শুভেন্দুর সভার শর্ত জানাল হাইকোর্ট
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 31, 2025 | 2:05 PM
Share

কলকাতা: শর্তসাপেক্ষে মালদহের চাঁচলে বিজেপির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অবকাশকালীন বেঞ্চ এ দিন এই অনুমোদন দিয়েছে। ওই সভায় নয় হাজার সমর্থক এবং ৭০ টি মাইক্রোফোনের বেশি ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী।

মামলাকারীর আইনজীবী কোর্টে সওয়াল করেছেন, এই সভা নিয়ে রিপোর্ট দিয়েছেন এসডিপিও। তিনি বলেছেন, নতুন বছর উজ্জাপিত হবে। এত লোক নিয়ন্ত্রণ সম্ভব নয়। অপরদিকে, বিজেপির আইনজীবী এর পাল্টা সওয়াল করেন, ওঁর কোনও অধিকার নেই এ বিষয়ে নির্দেশ দেওয়ার। এরপর রাজ্যের আইনজীবী বিবেকানন্দ বসু বলেন, “পুলিশ এসডিও রিপোর্ট দেখিয়েছে। কারণ অনেক সমর্থকের আসার কথা। ১৫ হাজার লোক কীভাবে আসবে? তাঁরা যে যানবাহন ব্যবহার করবে সেগুলি নিয়ন্ত্রণ কীভাবে হবে? । এই সময় পুলিশের ব্যস্ত তুঙ্গে থাকে। লোক সংখ্যা কম করা হোক।” এরপরই বিচারপতি শর্তসাপেক্ষ অনুমতি দেন।

এখানে উল্লেখ্য,আগামী ২ তারিখ মালদহে সভা করবেন বলে ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে বিরোধী দলনেতাকে মালদহে পা পর্যন্ত রাখতে দেওয়া হবে না বলে জানিয়েছিলেন মালদহ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এরপর পর দেখা যায় শুভেন্দুর জনসভায় অনুমতি দেয়নি জেলা পুলিশ। এরপরই বিষয়টিকে দু’য়ে-দু’য়ে চার করে গেরুয়া শিবির। অবশ্য, নির্দিষ্ট দিনেই সভা হবে বলেই মঞ্চ বাঁধার জন্য মাঠ পরিদর্শনের পর চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। আজ ছিল সেই মামলার শুনানি।