শুটিংয়ে অসুস্থ আলিয়া ভাট, হাসপাতালে ভর্তি করতে হয় নায়িকাকে

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 19, 2021 | 2:07 PM

সূত্রের খবর, গত ১৭ জানুয়ারি অর্থাৎ রবিবার শুটিং করতে করতেই নাকি অসুস্থ বোধ করেন আলিয়া। ক্লান্তি থেকেই নাকি এই অসুস্থতা।

শুটিংয়ে অসুস্থ আলিয়া ভাট, হাসপাতালে ভর্তি করতে হয় নায়িকাকে
আলিয়া ভাট।

Follow Us

বছরের শুরুটা পরিবারের সঙ্গে এনজয় করার পর কিছুদিন আগেই কাজে ফিরেছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। পরিচালক সঞ্জয় লীলা ভনসালীর ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শুটিং করছিলেন তিনি। বলি সূত্রে খবর, শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। এমনকি তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়।

সূত্রের খবর, গত ১৭ জানুয়ারি অর্থাৎ রবিবার শুটিং করতে করতেই নাকি অসুস্থ বোধ করেন আলিয়া। ক্লান্তি থেকেই নাকি এই অসুস্থতা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, হজমের সমস্যা থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিনই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন, বলিউডে জার্নি শুরু করছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি, কোন ছবিতে জানেন?

‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পী জানিয়েছেন, এই ছবির ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। কয়েকটা গানের শুটিং বাকি। সঞ্জয় অভিনেতাদের সব রকম সুযোগ-সুবিধে দিয়েই কাজ করতে পছন্দ করেন। প্রয়োজনে দিনে একটা সিন শুট করেন। তাই শুটিংয়ের জন্য আলিয়ার ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভবনা কম। যদিও এ নিয়ে আলিয়া এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

আরও পড়ুন, অমিতাভের শেয়ার করা পুরনো ছবির এই শিশু আজকের তারকা! কে জানেন?

অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ আলিয়ার পরের ছবি। সে ছবিতেই প্রথমবার রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে তাঁকে। তবে মুক্তির দিন এখনও ঠিক হয়নি। এস এস রাজামৌলির পরিচালনায় ‘আর আর আর’ ছবির শুটিংও খুব দ্রুত শুরু করার কথা ছিল আলিয়ার। নায়িকার ঘনিষ্ঠ সূত্রে খবর, কয়েক দিনের বিশ্রামের পর দ্রুত শুটিং ফ্লোরে ফিরবেন আলিয়া।

আরও পড়ুন, শুটিং না থাকলে আমি গদাধরের সঙ্গে ক্রিকেট খেলি: অয়ন্যা

Next Article