বন্ধুরা বরাবরই আলিয়ার খুব কাছের। বন্ধুদের যে কোনও অনুষ্ঠানেই উপস্থিত থাকেন তিনি। গত কয়েকদিন ধরেই চলছে আলিয়ার প্রিয়বন্ধু মেঘনা গোয়েলের বিয়ের উৎসব। আর BFF (Best Friends Forever) মেঘনার বিয়ের অনুষ্ঠান চুটিয়ে উপভোগ করছেন আলিয়া। মেহেন্দি, সঙ্গীত, ডিনার পার্টি থেকে শুরু করে ব্যাচেলরেট নাইট- অনেক ছবিই এসেছে প্রকাশ্যে। সেখানে একেবারে নিঁখুত ব্রাইডসমেড সেজে হাজির আলিয়া। বন্ধুর সঙ্গে ম্যাচিং করে ইন্দো ওয়েস্টার্ন পরেছিলেন তিনি। আর সেই পোশাকেই মন জয় করলেন সকলের। হাসি, ঠাট্টা, গল্পের পাশাপাশি জাস্টিন বিবারের জনপ্রিয় ‘বেবি’ ও ‘পিচসের’ তালে পা মেলাতেও ব্যস্ত ছিলেন তিনি। এ যেন একেবারেই অন্য মুডে ধরা দিলেন আলিয়া। বন্ধুদের সঙ্গে মজা-আনন্দে মিস করছেন না কোনও মুহূর্তই।
মেঘনাও খুশি তাঁর গার্লস গ্যাং নিয়ে। হবু কনের সাজের সঙ্গে তাল মিলিয়ে সেজে উঠেছেন সব বন্ধুরাই। সঙ্গীতের দিন কোরিওগ্রাফার কনের বন্ধুদের জন্যই জাস্টিন বিবারের এই দুটি গান বেছে রেখেছিলেন। আর এই গানে নাচ করতে পেরে আলিয়া ও তাঁর বন্ধুরা যে কতটা খুশি তা ছবি দেখলেই বোঝা যায়। এদিনের অনুষ্ঠানে হালকা নীলের প্যাস্টেল শেডের নেকলাইন টপে হাজির হয়েছিলেন আলিয়া। গলায় চোকার। সেই সঙ্গে ছিল চওড়া প্যান্ট। চুল খোলা, ব্লো ডাই করা। নাচের মুহূর্তে আলিয়ার থেকে চোখ সরানোই যাচ্ছিল না। আর বন্ধুদের সঙ্গে নিয়ে ছবি তোলার সময় হাসি যেন তাঁর থানতেই চায় না। সব মিলিয়ে তিনি বারবার বুঝিয়ে দিচ্ছিলেন যে কতটা মজা করছেন প্রিয় বন্ধুদের কাছে পেয়ে।
তবে এসবের মধ্যে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তাঁর বিয়ে নিয়েও কিন্তু একাধিক খবর হয়েছে সংবাদ মাধ্যমে। ভিকি-ক্যাটের অপ্র্যাশিত বিয়ের পর সকলেই ভেবেছিলেন, এবার বুঝি বিয়ের দিনক্ষণ ঘোষণা করবে ‘রালিয়া’ জুটি। তবে শোনা যাচ্ছে আপাতত বিয়ে পিছিয়ে দিয়েছেন রণবীর-আলিয়া। করোনা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ার জন্য তাঁরা অপেক্ষা করছেন। এছাড়াও বিয়ের পর যে ফ্ল্যাটে তাঁরা থাকবেন সেই ফ্ল্যাটের কাজও এখনও শেষ হয়নি। Bollywood life-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে ২০২২ সালের ফেব্রুয়ারি বা মে মাসে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা।
এই মুহূর্তে আলিয়ার হাতেও বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। এসএস রাজমৌলির ‘ম্যাগনাম ওপস’ (magnum opus)-এও দেখা যাবে তাঁকে। যেখানে আলিয়ার বিপরীতে রয়েছেন অজয় দেবগন। হাতে রয়েছে ‘গাঙ্গুবাই কাটিয়াওয়াড়ি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’। ক্যাটরিনা কইফ, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রথম প্রযোজনাতেও পা রাখছেন আলিয়া। তাঁদের প্রথম ছবি ‘ডার্লিং’-এও অভিনয় করবেন তিনি ফারহান আখতারের ‘জি লে জারা’-তেও অভিনয় করার কথা রয়েছে তাঁর। বর্তমানে করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানিতে’- রণবীর সিং-এর সঙ্গে কাজ করছেন তিনি।
আরও পড়ুন: Aryan Khan: মাদক কাণ্ড অতীত, বিতর্ক দূরে ঠেলে বলিউডে ডেবিউ শাহরুখ-পুত্রের?