Aryan Khan: মাদক কাণ্ড অতীত, বিতর্ক দূরে ঠেলে বলিউডে ডেবিউ শাহরুখ-পুত্রের?
প্রসঙ্গত, গত ২ অক্টোবর মুম্বইয়ের কর্ডেলিয়া নামক একটি প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালায় এনসিবি। সেখান থেকেই আরিয়ান খান সহ মোট ৮ জনকে আটক করা হয়। পরে মাদকচক্রের খোঁজ পেয়ে আরিয়ান সহ ২০ জনকে গ্রেফতার করে এনসিবি।
কথায় বলে ‘টাইম হিলস এভরিথিং’। অর্থাৎ সময় নাকি সব ঠিক করে দেয়। এই প্রবাদবাক্যই এখন সত্যি হতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ান খানের জীবনে। এই মাস দুয়েক আগেও তাঁকে নিয়ে বলিপাড়া ছিল উত্তাল। ঘন ঘন সিগারেট আর কফি কাপে চুমুক বসাচ্ছিলেন বাবা শাহরুখ। কারণ মাদক কাণ্ডে নাম জড়িয়ে ছেলে ছিল জেলে। তবে সে সব এখন অতীত। বলিপাড়ার অন্দর বলছে, বিতর্ক কাটিয়ে নতুন জীবনে নাকি পা রাখতে চলেছেন আরিয়ান। খুব শীঘ্রই বাবার জুতোতে পা গলিয়েই বলিউডে ডেবিউ হতে চলেছে তাঁর।
আরিয়ান প্রথম থেকেই অভিনেতা হতে চাননি। চেয়েছিলেন পরিচালক হতে। ক্যামেরার পেছনেই তিনি স্বচ্ছন্দ। সেই মতোই বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছেও ছিল তাঁর। ইচ্ছে ছিল ফিল্ম মেকিংয়ের বেশ কিছু কোর্স করার। কিন্তু আপাতত সে গুড়ে বালি। তাঁর পাসপোর্ট এই মুহূর্তে জমা রয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে। তাতে কী? দীর্ঘ এত বছরের কেরিয়ারে বাবা এসআরকে বলি পাড়ায় পরিচালক-প্রযোজক বন্ধু সংখ্যা তো নেহাত মন্দ নয়। বলিউড লাইফের এক প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ে থেকেই নাকি পরিচালনার প্রথম ধাপে পা রাখতে চলেছেন আরিয়ান।
যশরাজ প্রযোজনা সংস্থা ও করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মের সঙ্গে শাহরুখের সম্পর্ক সুমধুর। ওই প্রতিবেদন অনুযায়ী, ওই দুই প্রযোজনা সংস্থা থেকেই লঞ্চ করা হতে পারে আরিয়ানকে। সহ পরিচালকের পদে দেখা যেতে পারে তাঁকে। বলিপাড়ার অন্দর আরও জানাচ্ছে ‘পাঠান’ নামক যে ছবির মাধ্যমে দীর্ঘদিন পর কামব্যাক করছেন শাহরুখ সেই ছবিতেও নাকি বেশ কিছু কাজে দেখা যেতে পারে আরিয়ানকে। দীর্ঘদিন পর ‘তখত’-এর মাধ্যমে পরিচালনায় ফিরছেন করণ জোহরও। আদরের আরিয়ানকে নাকি সুযোগ দিতে পারেন তিনিও। সব মিলিয়ে শাহরুখ পুত্রের কাছে অপশন নেহার মন্দ নয়। এখন শুধু সময়ের অপেক্ষা…।
View this post on Instagram
আরও পড়ুন- Dibyojyoti Dutta: ‘আমার এনগেজমেন্ট হয়ে গিয়েছে…’, নতুন বছরেই সুখবর দিতে চলেছেন দিব্যজ্যোতি
প্রসঙ্গত, গত ২ অক্টোবর মুম্বইয়ের কর্ডেলিয়া নামক একটি প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালায় এনসিবি। সেখান থেকেই আরিয়ান খান সহ মোট ৮ জনকে আটক করা হয়। পরে মাদকচক্রের খোঁজ পেয়ে আরিয়ান সহ ২০ জনকে গ্রেফতার করে এনসিবি। একাধিকবার জামিনের আর্জি খারিজ হওয়ার পর অবশেষে গত ৩০ অক্টোবর জামিন পান আরিয়ান খান। ১ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিয়ে ছাড়িয়ে আনেন অভিনেত্রী জুহি চাওলা। আরিয়ান কাণ্ড ফিকে হতেই কাজে ফিরেছেন গৌরী। কাজে ফিরেছেন শাহরুখ। আরিয়ানের আগামী পদক্ষেপের দিকেই আপাতত তাকিয়েও নেটিজেন।