AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আচমকা ডাক্তারখানায় আলিয়া ভাট! ফের সুখবর আসছে?

ফের রণবীরের সংসারে নতুন সদস্য আসতে চলেছে। তবে হাজার কিছু রটলেও, এই নিয়ে কোনও মন্তব্য করেননি আলিয়া বা রণবীর কেউই। আর এবার ভাইরাল হল আলিয়ার এমন এক ছবি, যা দেখে এই রটনা আরও জোরাল হয়েছে।

আচমকা ডাক্তারখানায় আলিয়া ভাট! ফের সুখবর আসছে?
| Updated on: Jun 16, 2025 | 2:59 PM
Share

আলিয়া নাকি ফের মা হতে চলেছেন! হ্যাঁ, কয়েক মাস আগে থেকেই এমনটা রটে গিয়েছিল বলিপাড়ায়। এমনকী, আলিয়া এবার যখন কান চলচ্চিত্র উৎসবের লাল কার্পেটে পা রাখলেন, তখন অভিনেত্রীর ঢিলেঢালা পোশাক দেখে, লোকে তো ধরেই ফেলেছিলেন, ছোট্ট রাহার পর, ফের রণবীরের সংসারে নতুন সদস্য আসতে চলেছে। তবে হাজার কিছু রটলেও, এই নিয়ে কোনও মন্তব্য করেননি আলিয়া বা রণবীর কেউই। আর এবার ভাইরাল হল আলিয়ার এমন এক ছবি, যা দেখে এই রটনা আরও জোরাল হয়েছে।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সোমবার সকাল সকালই সোশাল মিডিয়ায় আলিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে,আলিয়া মুম্বইয়ের এক ক্লিনিক থেকে বের হচ্ছেন পরনে সোয়েট ঢিলেঢালা শার্ট আর মাথায় টুপি। আলিয়ার এমন ছবি দেখেই অনুরাগীরা মনে করছেন, ফের অন্তঃসত্ত্বা আলিয়া। আর সেই কারণেই ক্লিনিকে ঢুঁ মেরেছেন।

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সেই বছরই ঘোষণা করেন, তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সদা চুপচাপ থাকা মেয়েটি, এবার মুখ খুললেন। স্পষ্ট জানালেন, আসলে রণবীর একটু বাচ্চাদের মতো। ওর ভাবনা চিন্তা ছিল ছোটদের মতো। আমি রণবীরের সঙ্গে সম্পর্কে থাকার সময় থেকেই সেটা বুঝতে পেরেছিলাম। আমি ওকে, ওর মতোই ছেড়ে দিয়েছিলাম। সঙ্গে থেকেছিলাম। আমি জানতাম, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এরপর আমাদের জীবনে রাহা আসে। চোখের সামনে দেখতে পাই, অদ্ভুত ভাবে বদলে যায় রণবীর। আজকে রণবীর যা, সেটা একমাত্র আমি ও রাহার তাঁর জীবনে আসার ফলেই। আমি সত্য়িই খুব লাকি।