Big News: ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত অনুরাগী, গ্রেফতার আল্লু অর্জুন
Allu Arjun: 'পুষ্পা ২' দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। সেখানেই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা অনুরাগী।
সদ্য ১০০০ কোটির দরজায় আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২’। সেলিব্রেশনে সামিল সুপারস্টার এবার গ্রেফতার। ছবি ঘিরে উত্তেজনাই হল কাল। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ ডিসেম্বর ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ৪ তারিখ হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রিমিয়ারের। যেখানে ‘পুষ্পা ২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। সেখানেই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা অনুরাগী। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণ করেছিলেন আল্লু অর্জুন। এবার সেই কাণ্ডেই গ্রেফতার হলেন সুপারস্টার।
ঘটনার আট দিনের মাথায় বাড়ি থেকে অভিনেতাকে তুলে নিয়ে যাওয়া হল। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। যদিও একশ্রেণি এতে অভিনেতার দোষ কোথায়? একজনকে ভালবেসে শত-শত মানুষ ভিড় জমিয়েছেন, তাঁকে দেখার ইচ্ছে থেকে, সেখানে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সত্যি কি সুপারস্টারের ওপর দায় বর্তায়? নাকি ম্যানেজমেন্ট দায়ী? নিরাপত্তা ব্যবস্থা দেখার দায়িত্বে যাঁরা ছিলেন, প্রশ্ন উঠছে তাঁদের ভূমিকা ঘিরে। যদিও বিষয়টা থেকে বিন্দুমাত্র নিজেকে সরিয়ে রাখতে চাননি অভিনেতা। তিনি সমবেদনা প্রকাশ করে মৃতের পরিবারের সঙ্গে কথাও বলেছেন বলে খবর।
যদিও পরিবারের তরফ থেকেই অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্ট, অভিনেতা ও তাঁর নিরাপত্তা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশের কথায়, তাঁদের কাছে এই প্রিমিয়ারের বিষয় কোনও স্পষ্ট বার্তা যায়নি। সেই সূত্রেই শুক্রবার চিক্কাপল্লী পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর দুটি মামলা দায়ের করা হয়েছে অভিনেতা তাঁর টিম ও আয়োজকদের বিরুদ্ধে (BNS section 105 118(1) r/w 3(5))। আইন অনুযায়ী যাঁর বা যাঁদের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাঁরা প্রত্যেকেই দায়ী। সেই সূত্রেই আল্লু অর্জুনকে গ্রেফতার করা।