‘রবিবার ঠিক সন্ধ্যায়…’, কোন ধামাকা করতে চলেছেন এবার আল্লু অর্জুন?

Pushpa 2: ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষীত ছবি ‘পুষ্পা ২’। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর থেকেই অনুরাগীদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। এই চরিত্রের স্টাইল থেকে শুরু করে সিগনেচার স্টেপ, সবটাই আট থেকে আশি রপ্ত করে বসে রয়েছে।

'রবিবার ঠিক সন্ধ্যায়...', কোন ধামাকা করতে চলেছেন এবার আল্লু অর্জুন?
Follow Us:
| Updated on: Nov 15, 2024 | 8:48 PM

আর মাত্র কয়েকটা দিন বাকি। পলক গুনছেন ভক্তরা। আসতে চলেছে পুষ্পা ২। আল্লু অর্জুন ভক্তরা এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন বহু দিন থেকেই। তারই মাঝে আরও এক চমকের পালা। ভক্তদের উত্তেজনা যাতে বিন্দুমাত্র ঠাণ্ডা না হয়ে যায়, তাই রবিবার আরও এক চমক আনছেন আল্লু অর্জুন। মুক্তি পেতে চলেছে পুষ্পা ২ ছবির ট্রেলার। ২ মিনিট ৪৪ সেকেন্দের এই ট্রেলারে থাকবে টানটান উত্তেজনা। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে আল্লু লিখলেন, ২ মিনিট ৪৪ সেকেন্ডের পুরো মাস সেলিব্রেশন। পুষ্পা ২ ট্রেলার আইকনিক হতে চলেছে। আপনাদের আশা যেন উচ্চমাত্রাতেই থাকে। ১৭ নভেম্বর পাটনার গান্ধী ময়দানে মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় তা মুক্তি পাবে ঠিক সন্ধ্যা ৬টা ৩ মিনিটে।

৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষীত ছবি ‘পুষ্পা ২’। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর থেকেই অনুরাগীদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। এই চরিত্রের স্টাইল থেকে শুরু করে সিগনেচার স্টেপ, সবটাই আট থেকে আশি রপ্ত করে বসে রয়েছে। আর সেই থেকেই চলছে অপেক্ষা, কবে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ ? অতীতে একের পর এক তারিখ সামনে এলেও ছবি মুক্তি নিয়ে কিছুতেই যেন কাটছিল না ধোঁয়াশা। অবশেষে কয়েকদিন আগেই সুখবর শুনিয়েছেন আল্লু অর্জুন। ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই বহু প্রতীক্ষিত ছবি। হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ। বহুদিন থেকেই এই ছবির প্রথম দিনে-প্রথম শো দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আর তাতেই নাকি বাজিমাত করতে চলেছেন পর্দার ‘পুষ্পা’। সিনেবিশেষজ্ঞদের অনুমান, এই ছবি প্রথমদিনেই ২৭০ কোটি টাকা আয় করতে চলেছে।