আল্লু অর্জুনের একটা ভুলেই বাজিমাত, পুষ্পা-র কোন সিক্রেট ফাঁস

Allu Arjun: ছবির ট্রেলার থেকে টিজার সবই এক কথায় সুপারহিট। আল্লু অর্জুনের এই ছবির সিগনেচার স্টেপ এক কথায় ভাইরাল। তবে জানেন কি, এই ছবিতে থাকা একটা ভুল দর্শকমাঝে ঝড় তুলে দেয়? 

আল্লু অর্জুনের একটা ভুলেই বাজিমাত, পুষ্পা-র কোন সিক্রেট ফাঁস
Follow Us:
| Updated on: Nov 10, 2024 | 3:09 PM

আসছে পুষ্পা ২। আল্লু অর্জুন ভক্তদের তাই আর অপেক্ষা যেন সইছে না। ভারতের বক্স অফিসের সমস্ত রেকর্ডভেঙে দিতে পারে এই ছবি, তেমনই অনুমাণ সকলের। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়, সেলিব্রেশন, বক্স অফিস কাউন্ট, অনেক কিছুরই সাক্ষী থাকতে চলেছে সিনেপ্রেমীরা। পুষ্পা চরিত্রে মন দিয়ে যাঁরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন এই ছবির এবার তাঁদের মুখে হাসি ফিরল। ছবির ট্রেলার থেকে টিজার সবই এক কথায় সুপারহিট। আল্লু অর্জুনের এই ছবির সিগনেচার স্টেপ এক কথায় ভাইরাল। তবে জানেন কি, এই ছবিতে থাকা একটা ভুল দর্শকমাঝে ঝড় তুলে দেয়?

না, কোনও গসিপ কিংবা গুজব নয়, এই সত্যি সামনে এনেছেন খোদ অমিতাভ বচ্চন। কৌন বনেগা ক্রোড়পতি রিয়্যালিটি শোয়ে হট সিটে বসে তিনি এই গল্প ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। প্রশ্ন উত্তর, খেলার মাঝে মাঝে বহু জানা অজানা গল্প শেয়ার করে থাকেন অমিতাভ। বর্তমানে পুষ্পা ২ ট্রেন্ডিং। সেই প্রসঙ্গেই একবার এক রহস্য ফাঁস করেন অমিতাভ বচ্চন। জানিয়েছিলেন পুষ্পা ছবির এক আইকনিক দৃশ্যের সিক্রেটের কথা। এই ছবির গান থেকে শুরু করে আল্লু অর্জুনের স্টাইল, সবই এক কথায় ভাইরাল। তার মধ্যে শ্রীভল্লি গানে তাঁর জুতো খুলে যাওয়ার দৃশ্যটিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠতে দেখা যায়।

সেই দৃশ্য নিয়েই অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, আদপে আল্লু অর্জুনের চটি খুলে যাওয়ার দৃশ্য ছবিতে ছিল না। আল্লু অর্জুনের ভুল করে এই দৃশ্যে চটি খুলে যায়। তাতেই কি ঘটে বিপত্তি! না, বরং তা ভীষণ ন্যাচরাল লাগার ফলে ছবিতে রেখে দেওয়া হয়। খোদ ছবির পরিচালকই এই দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে একবার এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন এই দৃশ্য আদপে একটি ভুল মাত্র। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে ওঠে। পুষ্পা ছবির সিক্যুয়েলের প্রতি নজর এখন ভক্তদের। এখন দেখার বক্স অফিসে কত কোটির ঝড় তোলেন আল্লু অর্জুন।