প্রকাশ্যে অমিতাভকে প্রেম-প্রস্তাব, ৮৫-বছর বয়সে দাঁড়িয়ে কী প্রতিক্রিয়া বিগ বি-র
কয়েকদিনের বিশ্রাম নিয়ে আবারও হাসি মুখে সেটে হাজির অ্যাংগ্রি ইয়াং ম্যান। আজও হাজার হাজার নারীর মনে রাজত্ব চলে তাঁর। তাই তাঁকে সামনে পেয়ে মনের কথা জানাতে পিছপা হলেন না এক অনুরাগী।

তিনি যেন এভারগ্রিন। তাঁকে একবার চোখের সামনে দেখার জন্যে মুখিয়ে থাকেন ভক্তরা। পর্দার স্বপ্নযুগের নায়ক তিনি। যদিও ৫ দশক পেড়িয়েও দস্তুর মতো টক্কর দিচ্ছেন তিনি সকলকে। আজও পর্দায় অমিতাভ বচ্চন মানেই প্রেক্ষাগৃহে ঝড়। দর্শক মনে বাড়িতে চাহিদা। তিনি যে আজও রূপলি পর্দার হিরো। বয়স পেড়িয়েছে ৮০-র গণ্ডি। তবুও এনার্জিতে বিন্দুমাত্র খামতি নেই তাঁর। ঘণ্টার পর ঘণ্টা শুট করে যেতে পারেন আজও। মাত্র কয়েক ঘণ্টার ঘুম। তারপরই লাইট ক্যামেরা অ্যাকশনে ঝড় তুলতে সেটে হাজির হয়ে যান বিগ বি। মাঝে মধ্যে শরীর জবাব দিলেও তিনি মানতে নারাজ। তাই কয়েকদিনের বিশ্রাম নিয়ে আবারও হাসি মুখে সেটে হাজির অ্যাংগ্রি ইয়াং ম্যান। আজও হাজার হাজার নারীর মনে রাজত্ব চলে তাঁর। তাই তাঁকে সামনে পেয়ে মনের কথা জানাতে পিছপা হলেন না এক অনুরাগী।
সোমবার সিদ্ধি বিনায়ক মন্দরে পুজো দিতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। যথারীতি সেখানে পাপারাৎজিদের ভিড় জমে যায় চোখের পলকে। ভিড়ের মাঝেও অমিতাভকে দূর থেকে প্রেম নিবেদন করতে পিছপা হলেন না এক অনুরাগী। প্রকাশ্যে বলে বসলেন ‘আমি আপনাকে ভালবাসি অমিত স্যার।’ যদিও দীর্ঘ কর্ম জীবনে এই মন্তব্য তাঁর কাছে নতুন নয়। বরং তিনি এই বয়সে এসেও লজ্জায় লাল হয়ে উঠলেন। ঠোঁটের কোলে খেলে গেল হাসি।
View this post on Instagram
সেই মুহূর্তের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অমিতাভ বচ্চন নিজেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। নিত্যদিন অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন তাঁর ব্লগ কিংবা পোস্টের মাঝ্যমে।





