ভারতীয় ক্রিকেটারদের কন্যাসন্তানদের নিয়ে ক্রিকেট টিম বানালেন বিগ-বি, ক্যাপ্টেন কে জানেন?

বিগ-বি’র ড্রিম টিম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যাঁদের কন্যা সন্তান রয়েছে তাঁদের প্রত্যেককে নিয়ে অমিতাভ বচ্চন এ বার বানিয়ে ফেললেন ভবিষ্যতের মহিলা ক্রিকেট দল। ক্যাপ্টেন হিসেবে বেছে নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভাকে। বিগ-বি’র লিস্টে জায়গা পেল আর কে কে? এক ঝলকে দেখে নেওয়া যাক… টুইটারে শেয়ার করা পোস্টে বিগ-বি একটা […]

ভারতীয় ক্রিকেটারদের কন্যাসন্তানদের নিয়ে ক্রিকেট টিম বানালেন বিগ-বি, ক্যাপ্টেন কে জানেন?
Follow Us:
| Updated on: Jan 14, 2021 | 10:29 PM

বিগ-বি’র ড্রিম টিম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যাঁদের কন্যা সন্তান রয়েছে তাঁদের প্রত্যেককে নিয়ে অমিতাভ বচ্চন এ বার বানিয়ে ফেললেন ভবিষ্যতের মহিলা ক্রিকেট দল। ক্যাপ্টেন হিসেবে বেছে নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভাকে। বিগ-বি’র লিস্টে জায়গা পেল আর কে কে? এক ঝলকে দেখে নেওয়া যাক…

টুইটারে শেয়ার করা পোস্টে বিগ-বি একটা সহজ অঙ্ক কষেছেন। তিনি খুঁজে খুঁজে বার করেছেন, ভারতীয় ক্রিকেট টিমে সুরেশ রায়না থেকে শুরু করে গৌতম গম্ভীর, রোহিত শর্মা। মহম্মদ শামী, রবিচন্দ্রন অশ্বিন, রাহানে, জাডেজা এদের প্রত্যেকেরই কন্যাসন্তান রয়েছে। এই লিস্টেই সাম্প্রতিক কালে যুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। বিগ-বি’র মতে ক্রিকেটার বাবাদের এই মেয়েরাই ভবিষ্যতে টিম তৈরি করবে। আর তাদের ক্যাপ্টেন হবে ধোনি কন্যা জিভা।

এত অবধি ঠিকই ছিল, তবে বিগ-বি’র এই পোস্টে রেগে গেলেন নেটাগরিকদের একটা বড় অংশ। এক টুইটার ব্যবহারকারী বিগ-বি’র ওই টুইটের উত্তরে লেখেন, “এখানেও নেপোটিজম! ধোনি ক্যাপ্টেন বলে মেয়েও ক্যাপ্টেন হবে!” আর এক জনের বক্তব্য “বলিউডের মতো ক্রিকেটেও নেপোটিজম দরকার আপনার? ক্রিকেটে ট্যালেন্টকে কদর করা হয়। রক্তের সম্পর্ককে নয়।”