কে এগিয়ে নিয়ে যায় তাঁকে? উত্তর দিলেন স্বয়ং বিগ বি
বিগ বি লিখলেন, ‘এক সময়ে আমি ওর হাত ধরে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। আর আজ ও আমার হাত ধরে এগিয়ে নিয়ে যায়।’
তাঁর বয়স বাড়ল আরও এক বছর। দেশ-বিদেশ থেকে আসছে শুভেচ্ছা। আসবে না-ই বা কেন, তিনি তো ছোট ‘এবি’। অভিষেক বচ্চনের জন্মদিনে এত সব শুভেচ্ছার মধ্যে যাঁর বার্থডে উইশের জন্য অধীর অপেক্ষায় ছিল নেটিজেন, তিনি অভিষেকের বাবা, অমিতাভ ‘বিগ’ বচ্চন।
ছেলের জন্মদিনে পাশাপাশি দুই সময়ের দুটো ছবির কোলাজ বানিয়েছেন তিনি। পোস্টও করলেন সেই ছবি। ক্যাপশানে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন ছোট অথচ স্পর্শকাতর কিছু কথা।
বিগ বি লিখলেন, ‘এক সময়ে আমি ওর হাত ধরে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। আর আজ ও আমার হাত ধরে এগিয়ে নিয়ে যায়।’
পাশাপাশি দুটো ছবি। একটা সাদা-কালো। সেখানে স্টেজে বাবার হাত ধরে অভিষেক এগচ্ছেন। আর অন্যটি রঙিন, অভিষেক ধরে আছেন বাবা অমিতাভের হাত।
View this post on Instagram
অভিষেক এখন ব্যস্ত তাঁর পরের ছবি নিয়ে। ‘দ্য বিগ বুল’ ছবিতে অভিনয় করচেন অভিষেক। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে অনেকদিন হল। জীবনীবিষয়ক এই ছবির পরিচালনায় রয়েছেন কুকি গুলাটি।
‘দ্য বিগ বুল’ ছাড়াও জুনিয়র বচ্চন অভিনয় করছেন দিয়া অন্নপূর্ণা ঘোষ পরিচালিত ‘বব বিশ্বাস’ ছবিতে। ২০১২ সালের ছবি ‘কাহানি’র স্পিন অফ এই ছবি। এও শোনা যাচ্ছে, ‘দোস্তানা’-র পর আবার একই ছবিতে জন আব্রাহামের সঙ্গে দেখা যেতে পারে জুনিয়র বচ্চনকে।