Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পরিষ্কার করতে হতো গোটা বাড়ি’, অমিতাভের জীবনে চরম শাস্তি কী ছিল?

Untold Story: প্রায়শই তাঁর নিজের জীবনের মজার মজার স্মৃতি শেয়ার করে থাকে, সকলকে যেন এক কথায় আপন করে নেন তিনি। কোথায় স্টারডার্ম, কোথায় তাঁর অহংকার? সেখানেও তিনি যেন অভিভাবক। আরও একবার তেমনই এক গল্প মজলেন প্রবীণ অভিনেতা। শোনালেন বৃষ্টিভেজা দিনের অজানা কাহিনি। 

'পরিষ্কার করতে হতো গোটা বাড়ি', অমিতাভের জীবনে চরম শাস্তি কী ছিল?
Follow Us:
| Updated on: Feb 09, 2025 | 5:01 PM

কৌন বনেগা ক্রোড়পতি বরাবরই দর্শক মহলে জনপ্রিয়। কারণ একটাই, শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন। যাঁর উপস্থাপনাতেই শো এক কথায় বছরের পর বছর ধরে হিট। প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় তিনি প্রায়শই তাঁর নিজের জীবনের মজার মজার স্মৃতি শেয়ার করে থাকে, সকলকে যেন এক কথায় আপন করে নেন তিনি। কোথায় স্টারডার্ম, কোথায় তাঁর অহংকার? সেখানেও তিনি যেন অভিভাবক। আরও একবার তেমনই এক গল্প মজলেন প্রবীণ অভিনেতা। শোনালেন বৃষ্টিভেজা দিনের অজানা কাহিনি।

প্রতিযোগীর চেয়ারে বসে তখন অরুণোদয় শর্মা, শোতে বিশেষ অতিথি হিসেবে আসেন তিনি। কথা প্রসঙ্গে অমিতাভ বচ্চনকে তাঁর শৈশব নিয়ে প্রশ্নও করে বসেন। তখন অমিতাভ বচ্চন তাঁর শৈশবের একটি মজার ঘটনা শেয়ার করেন।

অমিতাভ বচ্চনের ছোটবেলার একটি ছবি এদিন দর্শকদের দেখানো হয়, যেখানে তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গে রয়েছেন। ছবি দেখে অমিতাভ জানান, “আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ যা কিছু আমি অর্জন করেছি, তা সবই আমার বাবা-মায়ের আশীর্বাদ থেকে।”

অরুণোদয় শর্মা এরপর জানতে চান, ছোটবেলায় কখন অমিতাভ বচ্চন বেশি বকা খেয়েছিলেন। অমিতাভ বচ্চন বলেন, “বর্ষার প্রথম বৃষ্টি হলেই আমি এবং আমার বন্ধুরা মেতে উঠতাম। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে খেলতাম এবং একে অপরকে কাদায় ভিজিয়ে দিতাম। সেই কারণে বাড়ি পুরো কাদা হয়ে যেত। বাবা-মা এসে জানতে পারতেন কে এই কাণ্ড ঘটিয়েছে, তখন আমাকেই সেই কাদা পরিষ্কার করতে হতো। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি।”