‘ছবি যখন মুক্তি পায়, তখন লড়াইটা একার হয়ে যায়’, বলছেন ‘অন্নপূর্ণা’ অনন্যা
অনন্যা খোলসা করলেন, ''টলিপাড়ায় অনেকেই বন্ধু। কিন্তু একটা ছবি যখন মুক্তি পায়, তখন সেই লড়াইটা একার হয়ে যায়। আমি হাল ছাড়িনি। ছবিটা যাতে দর্শকের কাছে পৌঁছায়, তাঁরা যাতে দেখেন আর তাঁদের ভালোবাসার কথা আমরা জানতে পারি, সেই চেষ্টা করছি।'' এই বছরটা বেশ ভালো অভিনেত্রীর। বছরের গোড়ায় অনন্যা অভিনীত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সত্যি বলে সত্যি কিছু নেই' হিট। জুলাই মাসে ঋতুপর্ণা সেনগুপ্ত আর রাহুল বোসের সঙ্গে অনন্যার আর একটা ছবি 'ম্যাডাম সেনগুপ্ত' মুক্তি পাবে।

সদ্য মুক্তি পেয়েছে অনন্যা চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘অন্নপূর্ণা’। দ্বিতীয় সপ্তাহে ‘নন্দন’ প্রেক্ষাগৃহে চলছে ছবিটা। সপ্তাহান্তে পরপর তিনদিন হাউজফুল হয়েছে। দর্শকদের যে অনন্যার কাজ ভালো লাগছে সে কথা জানতে পেরে খুশি অভিনেত্রী। অনন্যা খোলসা করলেন, ”টলিপাড়ায় অনেকেই বন্ধু। কিন্তু একটা ছবি যখন মুক্তি পায়, তখন সেই লড়াইটা একার হয়ে যায়। আমি হাল ছাড়িনি। ছবিটা যাতে দর্শকের কাছে পৌঁছায়, তাঁরা যাতে দেখেন আর তাঁদের ভালোবাসার কথা আমরা জানতে পারি, সেই চেষ্টা করছি।” এই বছরটা বেশ ভালো অভিনেত্রীর। বছরের গোড়ায় অনন্যা অভিনীত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ হিট। জুলাই মাসে ঋতুপর্ণা সেনগুপ্ত আর রাহুল বোসের সঙ্গে অনন্যার আর একটা ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’ মুক্তি পাবে। তারপর সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ ছবিতে দেখা যাবে অনন্যাকে। এই বছর তিনটের বেশি ছবি মুক্তি পেয়েছে অভিনেত্রীর। এমনিতে অনন্যা বেছে কাজ করেন। প্রতি বছর যে তাঁকে তিনটে ছবিতে দেখা যায়, এরকম নয়। বাংলা ধারাবাহিকে অবশ্য বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। অনন্যা এর আগে একটা সাক্ষাত্কারে খোলসা করেছেন, যে ধরনের কনটেন্ট থাকছে বেশিরভাগ বাংলা ধারাবাহিকে, সেই কারণে তিনি ধারাবাহিক থেকে নিজেকে দূরে রেখেছেন। তবে বিভিন্ন চ্যানেল আর তাঁর অনুরাগীরা, তাঁকে টেলিভিশনেও দেখতে চান, এমনটাই লেখেন সোশ্যাল মিডিয়ায়। এই বছর এপ্রিল পর্যন্ত মাত্র চারটে ছবি বক্স অফিসে হিট। তার মধ্যেও অনন্যার একটা ছবি রয়েছে, সেটা আনন্দের কথা।
