AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লম্বা পা, ছোট স্তন! সমালোচনা শুনে একহাত নিলেন অনন্যা

Ananya Pandey: মাত্রা কয়েক বছরে বলিউডে নিজের জমি শক্ত করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বলিপাড়ার তরুণ প্রজন্মের অন্যতন আলোচিত নায়িকা তিনি। তবে কেরিয়ারে এবং ব্যক্তিগত জীবনে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

লম্বা পা, ছোট স্তন! সমালোচনা শুনে একহাত নিলেন অনন্যা
| Edited By: | Updated on: Jan 07, 2025 | 6:50 PM
Share

মাত্র কয়েক বছরে বলিউডে নিজের জমি শক্ত করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বলিপাড়ার তরুণ প্রজন্মের অন্যতন আলোচিত নায়িকা তিনি। তবে কেরিয়ারে এবং ব্যক্তিগত জীবনে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তিনি স্বীকার করেছেন যে, প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’- এর শুটিংয়ের সময় তিনি ক্যামেরা ও অভিনয়ের অনেক টেকনিকাল দিক সম্পর্কে জানতেন না। এমনকি ক্যামেরার শটের ধরন বা সিনেমা নির্মাণের প্রাথমিক জ্ঞানও তার ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি এই সকল বিষয় সম্পর্কে অনেক কিছু শিখেছেন এবং এখন সিনেমা নির্মাণের প্রক্রিয়া এবং ক্যামেরার কাজের প্রতি তাঁর বোধ অনেক গভীর হয়েছে।

চেহারা এবং শরীর নিয়েও অনেক বার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। চেহারা নিয়ে যে সমালোচনা হয়েছিল সেই বিষয়ে সরাসরি কথাও বলেছেন নায়িকা। তিনি বলেন, শোবিজে কাজ শুরু করার পর থেকে তাকে শরীর এবং সৌন্দর্য নিয়ে বারবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। বিশেষত, তার ছোট স্তনের কারণে তাকে অশালীন মন্তব্য শুনতে হয়েছে। এমন মন্তব্যের পর অনেকেই তাকে শরীর ভারী করার বা কসমেটিক সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন। তবে তিনি তার মন্তব্যের মাধ্যমে প্রমাণ করেছেন যে, একজন মানুষের পরিচয় শুধু তার শারীরিক গঠন বা সৌন্দর্য দিয়ে বিচার করা উচিত নয়।

তিনি বলেন, “শুধু কি স্তন কিংবা কোমরের মাপেই আটকে আছে আমার পরিচয়? এর বেশি কি কিছুই নেই আমার?” অনন্যা পাণ্ডে আসলে এই কথাগুলো দিয়ে তার সংগ্রাম, আত্মবিশ্বাস এবং নিজেকে অন্যদের উপদেশ থেকে মুক্ত করে চলার শক্তি সম্পর্কে বার্তা দিয়েছেন।