কাপুর ফ্যামিলিতে শোকের ছায়া, মাকে হারালেন অনিল-বনি-সঞ্জয়
মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অনিল কাপুরের মা নির্মল কাপুর। তাঁর বয়স হয়েছিল ৯০।

মাকে হারালেন বলিউড অভিনেতা অনিল কাপুর। শুক্রবার বিকেল সাড়ে ৫ টা নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অনিল কাপুরের মা নির্মল কাপুর। তাঁর বয়স হয়েছিল ৯০। জানা গিয়েছে, বয়সজনিত কারণেই মৃত্য হয় তাঁর। মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ অভিনেতা অনিল কাপুর, প্রযোজক বনি কাপুর এবং অভিনেতা সঞ্জয় কাপুর। শোকস্তব্ধ তাঁর নাতি, নাতনি জাহ্নবী, সোনম, খুশি, অর্জুন ও হর্ষবর্ধন কাপুর।
বলিউডের জনপ্রিয় প্রযোজক সুরিন্দর কাপুরের সঙ্গে বিয়ে হয় পাঞ্জাবের মেয়ে নির্মলের। তাঁর রয়েছে তিন ছেলে বনি কাপুর, অনিল কাপুর ও সঞ্জয় কাপুর এবং এক কন্যা রিনা কাপুর। প্রত্যেকেই বলিউডের সঙ্গে যুক্ত।
কয়েক বছর আগে এক রিয়্যালিটি শোয়ে এসে মায়ের সম্পর্কে নানা কথা শেয়ার করেছিলেন অনিল। জানিয়ে ছিলেন কীভাবে তিন ভাইবোনের জন্য নিজে হাতে পোশাক সেলাই করতেন মা নির্মল। বলিউডে স্টার হওয়ার নেপথ্যে মায়ের অবদানের কথাও বলেছিলেন অনিল কাপুর।
View this post on Instagram
View this post on Instagram
