Exclusive: ‘খুব শীঘ্রই…’, কোন সুখবর দিলেন অনির্বাণ ভট্টাচার্য?
অভিনেতা হিসেবে যেমন তিনি প্রসিদ্ধ তেমনই চর্চিত পরিচালক হিসেবে। 'মন্দার,' 'বল্লভপুরের রূপকথা'র পর আর তাঁকে কেন পাওয়া যাচ্ছে না? এর উত্তরে অনির্বাণ বলেন...

পরিচালক সৌকর্য ঘোষালের আগামী ছবি ‘পক্ষীরাজের ডিম’-এ এক বৈজ্ঞানিকের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। TV9 বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অনির্বাণ এই প্রসঙ্গে বললেন, “এই ছবিতে আমি একজন বৈজ্ঞানিকের চরিত্রে অভিনয় করেছি, এই ছবি তৈরির জার্নিটায় বেশ মজা পেয়েছি। যদিও বহুদিন আগে শ্যুট করা হয়েছে। ‘দশম অবতার’ ছবির শ্যুটের সময় এই ছবির শ্যুট কলেছিলাম। তবে মাথায় ওই রকম পড়চুলা পরে জুলাইয়ের গরমে শ্যুটে বেশ কষ্ট পেয়েছিলাম। ডাবিং-এর সময় মনে পড়ছিল। ভয়ঙ্কর গরমটাই বেশি মনে আছে। তবে বৈজ্ঞানিকের চরিত্রে অভিনয় করলেও ছোটবেলায় অঙ্কের প্রতি আমার বেশ ভীতি ছিল। আসলে আমি অঙ্কটা ভালবাসতাম না, আর ভালবাসা না থাকলে অঙ্কটা ঠিক হয় না। তবে এখন ছবি পরিচালনা করতে গিয়ে বুঝি অঙ্কটা আর একটু মন দিয়ে করলে কাজে দিত। আসলে সিনেমা মেকিং-এর পদ্ধতিটায় অঙ্ক জানা থাকলে খুব সুবিধা হয়, কারণ সিনেমা তো কল্পনা। কল্পনাকে যন্ত্রের মাধ্যমেই প্রকাশ করতে হয়।”
অভিনেতা হিসেবে যেমন তিনি প্রসিদ্ধ তেমনই চর্চিত পরিচালক হিসেবে। ‘মন্দার,’ ‘বল্লভপুরের রূপকথা’র পর আর তাঁকে কেন পাওয়া যাচ্ছে না? এর উত্তরে অনির্বাণ বলেন, “আমি আসলে বেশকিছু সিরিজের সঙ্গে অভিনয় ও সৃজনশীল পরিচালনার সঙ্গে কাজ করেছি। আমার উপর আস্থা রেখে প্রযোজক সংস্থাই চেয়েছি কাজ গুলি করি, এতে আমি সিনেমা তৈরির নানা খুঁটিনাটি বিষয় শিখতে পেড়েছি। এই যে সিনেমা তৈরির জার্নিটার সঙ্গে যুক্ত থেকে সব বিষয়ে জানতে পারলাম, এতে আমি ভিতর থেকে সমৃদ্ধ হলাম। আমি একটা গল্প ভেবেওছি। তবে আমি কোনও গল্প লিখে তার উপর কাজ করতে থাকি। একটু ধীরে সুস্থে কাজ করে থাকি। তবে শীঘ্রই পরিচালনায় ফিরব।”
এই পরিপ্রেক্ষিতে অনির্বাণ ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়, তিনি পরিচালনা করলে টেকনিশিয়ানরা অসহযোগিতায় যায় যদি, সমস্যা হতে পারে? এর উত্তরে অনির্বাণ বলেন, “কোন প্রশ্নই নেই, কেউতো কোথাও লিখে দেয়নি যে আমাকে কাজ করতে দেবে না। সমস্যা নেই, আমাদের কিছু প্রশ্ন আছে, কিছু বিষয়ে ক্রিটিসাইজ করা হয়েছে, সেটা ফেডারেশনের সঙ্গে আমার বা পরমব্রত চট্টোপাধ্যায়ের নয়, আমরাও ফেডারেশনের অন্তর্ভুক্ত। ফেডারেশনের একটি বিভাগের সঙ্গে অন্য বিভাগের বা কোনও ব্যক্তিকে ঘিরে কিছু প্রশ্ন রয়েছে। কাজ করবে না কেউ তো বলেনি আমাদের।”
বেশকিছু পরিচালকরা ফেডারেশনের উপরই আস্থা রাখছে, কয়েকজনই পড়ে রয়েছেন, এর উত্তরে অভিনেতার সাফ জবাব, “আমরা তো গণতান্ত্রিক ব্যবস্থায় রয়েছি, তাই যাঁদের মনে হয়েছে বেরিয়ে গিয়েছেন, তাঁদের যেমন আমি আটকাতে পারি না, কেন তাঁরা মত বদলে ফেললেন, তিন মাস আগেও যে বিষয়ে তাঁরা মনে করেছিলেন ঠিক, এখন সেটা আর মনে করেন না, তেমনই আমি কেন থাকলাম, সেটা কেউ বারণ করবে না। আমি যে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছি, সেই দাবি সৎ ও সত্যতা নিয়ে আমি নিশ্চিত, তাই আমি আছি।”
