বেবিবাম্পে ‘বিস্ফোরণ’, অভিনব কায়দায় ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন অনিতা-রোহিত

অনিতার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনিতার বেবিবাম্পে আঁকা রয়েছে মস্ত এক বোমা। স্বামী রোহিত তাতে আগুন জ্বালানোর পরিকল্পনা করছেন।

বেবিবাম্পে 'বিস্ফোরণ', অভিনব কায়দায় ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন অনিতা-রোহিত
ছেলের প্রথম লুক প্রকাশ্যে আনলেন অভিনেতা অনিতা হাসানান্দানি এবং স্বামী রোহিত রেড্ডি।
Follow Us:
| Updated on: Feb 22, 2021 | 11:56 AM

অবশেষে ছেলের প্রথম লুক প্রকাশ্যে আনলেন অভিনেতা অনিতা হাসানান্দানি এবং স্বামী রোহিত রেড্ডি। লুক রিভিলেও অভিনবত্বের ছোঁয়া। একটা বিস্ফোরণ, আর তাতেই দুই থেকে তিন হলেন ওই সেলেব কাপল।

অনিতার শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনিতার বেবিবাম্পে আঁকা রয়েছে মস্ত এক বোমা। স্বামী রোহিত তাতে আগুন জ্বালানোর পরিকল্পনা করছেন। আগুন ধরিয়ে দিতেই (পড়ুন, ধরানোর ভান করতেই) এক বিকট আওয়াজ। চারিদিকে আগুনের ঝলকানি। আর পরমুহূর্তেই সদ্যজাত কোলে ওই কাপল। তিন জনেরই চোখে মুখে কালি লেগে। এ ভাবেও যে লুক রিভিল হতে পারে তা পরখ করতেই মুগ্ধ নেটিজেনরা।

স্মৃতি খান্না থেকে করণবীর বোহরা– তাঁদের সেলেব বন্ধুরাও অনিতা-রোহিতের জন্য পাঠিয়েছেন শুভকামনা। তারিফ করেছেন তাঁদের অভিনব আইডিয়ারও। গত ৯ ফেব্রুয়ারি জন্ম হয়েছে ওই টেলিকাপলের সন্তান আরভের। একটা দীর্ঘ সময় পর্যন্ত প্রেগন্যান্সির খবর বাইরের দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিলেন তাঁরা।

পাপারাৎজির দুনিয়ায় কীভাবে সম্ভব হল তা? অনিতা বলেছিলেন, “কোভিডের কারণে বাইরে বেরতে হয়নি। বাড়িতেই ছিলাম। সবার কাছ থেকে গোপন রাখাটা বেশ চাপের ছিল। কিন্তু দেখুন, উই আর ভেরি গুড অ্যাট ইট।” ২০১৩ সালে রোহিতকে বিয়ে করেন অনিতা। ২০২১-এ দুই থেকে তিন হলেন তাঁরা। সংসারে এল নতুন অতিথি।